আয়ারল্যান্ড সিরিজে অভিজ্ঞদের দলে ফেরাল বাংলাদেশ
১৯ নভেম্বর ২০২৪, ১০:০৯ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১০:০৯ এএম
আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ দিন পর ওয়ানডে খেলতে নামার সিরিজে অভিজ্ঞদের ফিরিয়েছে বাংলাদেশ। দলে ফিরেছেন জাহানারা আলম ও শারমিন আক্তার। টি-টোয়েন্টি অভিষেকের পর ওয়ানডেতেও প্রথমবার ডাক পেলেন তাজ নেহার।
সোমবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দলে পরিবর্তন চারটি।
নিগার সুলতানার নেতৃত্বাধীন দলে জাহানারা, শারমিনের পাশাপাশি ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।
প্রায় ৮ মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এশিয়া কাপ, বিশ্বকাপসহ মাঝের সময়ে শুধু টি-টোয়েন্টি সংস্করণেই খেলেছে তারা।
উইমেন'স চ্যাম্পিয়নশিপে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে ৯ নম্বরে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজের পর তাদের বাকি থাকবে আর তিন ম্যাচ। সব মিলিয়ে সেরা ছয়ে থাকতে পারলে আগামী বছরের বিশ্বকাপে সরাসরি খেলবে তারা। অন্যথায় নামতে হবে বাছাইপর্বের লড়াইয়ে।
গত মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছিলেন তাজ। ঘরোয়া ক্রিকেটে মিডল-অর্ডারে দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রদর্শনী করে এবার ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন ২৭ বছর বয়সী ব্যাটার।
সুমাইয়া ও নিশিতাকে ছেড়ে দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার জন্য। এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও খেলবেন তারা। পরে দুজনই আবার জাতীয় দলের ভাবনায় চলে আসবেন বলে জানান নির্বাচক।
২০১১ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী শুক্রবার বাংলাদেশে আসবে আইরিশ মেয়েরা।
আগামী ২৭ নভেম্বর হবে সিরিজের প্রথম ম্যাচ, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে পরের দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর।
এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল। তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।
নতুন মুখ: তাজ নেহার
দলে ফিরলেন: শারমিন আক্তার, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা
বাদ পড়লেন: দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, ফারজানা হক লিসা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার রাতে সচিব নিবাসেও আগুন লেগেছিল
শৈলকুপায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী
ফুলপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি
সুন্দরবন সংলগ্ন গাবুরা পল্লীতে ফ্রিজ থেকে উদ্ধার হলো হরিণের মাংস
ফায়ার ফাইটার নয়নের জানাজা সম্পন্ন
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উদ্যাপন
‘সচিবালয়ে আগুনের পেছনে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রয়েছে’
সচিবালয়ে অগ্নিকাণ্ড : প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের
আটঘরিয়া-চাঁদভা হাড়লপাড়া সড়কের ব্রিজ ভেঙ্গে দুর্ভোগে পথচারীরা
পুড়ে যাওয়া ২ মন্ত্রণালয় দেখে আসিফ মাহমুদ: ‘আমাদের সব শেষ হয়ে গেছে’
দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী, অংশ নেবেন মাহফিলে
আরেকটি বিধ্বংসী দ্বিশতক হাঁকালেন রিজভি
অবৈধ শিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর
সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন , বন্ধ দাপ্তরিক কাজ