গাজীপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ
১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ পিএম
গাজীপুর মহানগরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৬ষ্ঠ দিন মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে। পাশাপাশি ডরিন ও আইরিশ কারখানা শ্রমিকরাও সড়কে অবস্থান নিয়েছে। এতে বন্ধ রয়েছে ওই সড়ক। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। পরিবহনগুলো চলছে বিকল্প রাস্তায়। অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে গত ১ সপ্তাহ ধরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। সোমবার সকাল হতে রাত ১১টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রেখেছিলেন। ৮ ঘণ্টা বিরতি দিয়ে আবারও মঙ্গলবার সকালে তারা সড়কে অবস্থান নিয়েছেন। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বেক্সিমকো পার্কে স্টাফসহ ৪১ হাজার শ্রমিক কাজ করেন।
প্রতি মাসে তাদের বেতনের পরিমাণ হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা। প্রতিমাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন তারা বেতন ঠিকমতো পাচ্ছেন না। যার কারণে তারা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করে। বেক্সিমকো কারখানার এই সমস্যার কারণে গতকাল সংঘর্ষ হয় আরেও কয়েকটি কারখানা ও এলাকাবাসীর মধ্যে। উত্তেজিত হয়ে অ্যামাজন নামক একটি গেঞ্জি তৈরির কারখানায় আগুন দেয় শ্রমিকরা।
ওই ঘটনার পর থেকে আশপাশের বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরের সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকরা প্রতি মাসেরই আন্দোলন করে বেতন আদায় করছে। চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন ভাতা পরিশোধ করা হলেও চলতি মাসের ১৬ তারিখ হয়ে গেলেও বেক্সিমকোর শ্রমিকরা বেতন পায়নি। যার কারণে বেতনের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।
ডরিন কারখানার শ্রমিক আহমদ সাত্তার বলেন, আমাদের বেতন বকেয়া নেই। তবে আমাদের কারখানা বন্ধ রাখায় সড়ক অবরোধ করে রেখেছি। এছাড়াও বেক্সিমকোর পাশাপাশি আইরিন কারখানার শ্রমিকরাও সড়কে এসেছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতোই তারা আজও সড়ক অবরোধ করেছেন। তারা গতকাল সারাদিন অবরোধ করে রেখে স্বেচ্ছায় রাতে সড়ক ছেড়ে দেন। তারা বেতন না পেলে সড়ক থেকে যাবে না। কারখানা কর্তৃপক্ষও বেতন দেবে এমন কোনো আশ্বাস এখন পর্যন্ত দেননি। তবে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের পিএস গ্রেফতার
বগুড়ায় হাসপাতাল ভবন থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
রক্তপিপাসু মাকসুদের আমলনামা এবং নোংরামির ইতিবৃত্ত
গাজীপুরে সড়ক অবরোধ, দুর্ভোগ চরমে
জি-২০ সম্মেলনে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান
‘দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার আকাঙ্ক্ষা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা’
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে বিধি-নিষেধ প্রত্যাহারের দাবীতে কক্সবাজারে মানববন্ধন
কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
জার্মানি ও ফিনল্যান্ডের অন্তঃসামুদ্রিক কেবল বিচ্ছিন্ন
চিরিরবন্দরে ব্রীজের নিচ থেকে মরদেহ উদ্ধার
দীপু মনির সাম্রাজ্য চাঁদপুর ছিল অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত
রাশিয়ার হুঁশিয়ারি,যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত করলে পাল্টা জবাব দেবে মস্কো
বায়তুল মোকাররমে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ১৯ নভেম্বর
কুষ্টিয়ায় ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার করল বিজিবি
এই দিন দিন না, আরও দিন আছে’ : আদালতে গণহত্যাকারী কামরুলের দম্ভোক্তি
পোশাক কারখানায় নৈরাজ্য সৃষ্টিতে পরাজিত ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে- অরবিন্দু বেপারী বিন্দু
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে মাওরি আদিবাসীদের বিক্ষোভ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা
সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না : অর্থ উপদেষ্টা