আমতলীতে বিএনপি অফিসে হামলা ও ভাংচুর, বাঁধা দেয়ায় কুপিয়ে জখম আহত -২
২০ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
বরগুনা জেলার আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট বাজারে আমতলী সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, দেশ নেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিড়ে ফেলেছে। এতে বাঁধা দেয়ায় হেলমেট পরিহিত মুখোশধারী সস্ত্রাসীরা ইউনিয়ন যুবদল সদস্য মো. খোকন হাওলাদারকে কুপিয়ে এবং শ্রমিকদল সদস্য রাসেলকে পিটিয়ে জখম করেছে। পরে তাদের বহনকারী মোটর সাইকেল পুড়িয়ে ফেলেছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে খুড়িয়ার খেয়াঘাট বাজারে।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খাঁন,উপজেলা আওয়ামীলীগ সদস্য জহিরুল ইসলাম খোকন মৃধা ও সাবেক কাষ্টম কর্মকর্তা নুরুল ইসলামের নির্দেশে হেলমেট পরিহিত ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে। তিনি আরো বলেন, ভাংচুরে বাধা দেয়ায় যুবদল নেতা খোকন হাওলাদারকে কুপিয়ে এবং শ্রমিক দল নেতা রাসেলকে পিটিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পরে আমতলী সদর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা খুড়িয়ার খেয়াঘাট বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। অভিযোগ রয়েছে ঐ কার্যালয় উদ্বোধনের পর থেকেই উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সদর ইউপি সাবেক চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা ও তার ভাই উপজেলা আওয়ামীলীগ সদস্য জহিরুল ইসলাম খোকন মৃধা বিএনপি কার্যালয় হামলার পরিকল্পনা করেছে এমন অভিযোগ করেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মৃধা। মঙ্গলবার গভীর রাতে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খাঁন, উপজেলা আওয়ামী লীগ সদস্য জহিরুল ইসলাম খোকন মৃধা ও সাবেক কাষ্টম কর্মকর্তা নুরুল ইসলামের নির্দেশে হেলমেট পরিহিত ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়।
ওই সময়ে ফকিরবাড়ী স্ট্যান্ড থেকে আসা সদর ইউনিয়ন যুবদল সদস্য খোকন হাওলাদার ও শ্রমিক দল সদস্য রাসেল হামলা ও ভাংচুরে বাঁধা দেয়। এতে সন্ত্রাসীরা ক্ষুব্দ হয়ে খোকন হাওলাদারকে কুপিয়ে এবং রাসেলকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাদের বহনকারী মোটর সাইকেল পুড়িয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডা. তানভীর শাহারিয়ার গুরুতর আহত খোকন হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির।
আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিড়ে ফেলেছে। আওয়ামী সন্ত্রাসীদের এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সদর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে সাবেক কাষ্টমস কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমি গতকাল ঢাকায় কেন্দ্রিয় বিএনপির সহ-সভাপতি সাবেক সাংসদ নুরুল ইসলাম মনির চেম্বারে উপস্থিত ছিলাম।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানভীর শাহারিয়ার বলেন, আহত খোকন হাওলাদারকে যথাযথ চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত রাসেলকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।
আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মস্কো-ওয়াশিংটন হটলাইন এখন ব্যবহার হচ্ছে না: ক্রেমলিন
চট্টগ্রাম প্রেস ক্লাবের তালা ভেঙ্গে অনুপ্রবেশ- ব্যবস্থাপনা কমিটির তীব্র প্রতিবাদ ও নিন্দা
চবি ছাত্রশিবিরের ১৭ জনের কমিটিতে ৪ জন সমন্বয়ক
সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের কাজী মোঃ তোফাজ্জল হোসেনের ইন্তেকাল
জাতীয় মানবাধিকার কমিশনের সংশোধিত অধ্যাদেশ অনুমোদন
আত্মরক্ষার অধিকার রাশিয়ার আছে: এরদোগান
র্যাব ছিলো পুলিশ ছিলো কিন্তু মানুষের নিরাপত্তা ছিলো না, ঈশ্বরগঞ্জে পথ সভায় যুবদলের সাধারণ সম্পাদক-নয়ন
সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন খালেদা জিয়া
মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা : রাষ্ট্রীয়ভাবে তাঁকে যথাযথ সম্মান জানাতে হবে
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত উদ্ধার কাজ শুরু, চলাচল বন্ধ
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জি২০ ঘোষণাপত্র নিয়ে ক্ষুব্ধ জার্মান চ্যান্সেলর
নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ কুবি শিক্ষক জসিমের বিরুদ্ধে
৪০ বছর পর আদমশুমারি, ইরাকে কারফিউ জারি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুমোদন
ন্যানোটেকনোলজি অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছে ইরানি দল
বাংলাদেশের নাগরিক যে ব্রিটিশ এমপি নিজের মৃত্যুর গল্প তৈরি করেছিলেন
কুষ্টিয়ায় ডাকাতি করতে গিয়ে মা-ছেলেকে হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড
নিহত জাবি শিক্ষার্থীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত