চট্টগ্রাম প্রেস ক্লাবের তালা ভেঙ্গে অনুপ্রবেশ- ব্যবস্থাপনা কমিটির তীব্র প্রতিবাদ ও নিন্দা
২০ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
গত তিনমাসেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাব তালাবদ্ধ থেকে অচলাবস্থায় রয়েছে। একদল বহিরাগতদের নিয়ে সুযোগ সন্ধানী একটি গ্রুপ চর দখলের মত এ ক্লাব দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অনাকাক্সিক্ষত ও দুর্ভাগ্যজনক অচলাবস্থা নিরসনের বিষয়টি যখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন সেই মুর্হুতে অদ্য ২০ নভেম্বর বুধবার বেলা ১১টা নাগাদ ক্লাবের তালা ভেঙ্গে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আইন বর্হিভূত ও অবৈধভাবে গঠিত কথিত কমিটির অনুপ্রবেশের এ ঘটনা নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। এ ঘটনায় ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। আইন বর্হিভূত ও নিন্দনীয় এ কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জরুরি হস্তক্ষেপের আহবান জানানো হয়েছে। অন্যথায় পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে ক্লাব নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে বহিরাগতদের নিয়ে একদল দুর্বৃত্ত চর দখলের মতো ক্লাব দখলের অপচেষ্টায় লিপ্ত হয়। উপর্যুপুরি হামলা চালিয়ে ক্লাবের প্রতিটি কক্ষ তছনছ করে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল মহলকে অবহিত করার পাশাপাশি থানায় জিডি ও এজাহার করা হয়েছে। গত তিনমাসেরও বেশি সময় ধরে ক্লাবের অচলাবস্থার অবস্থার প্রেক্ষিতে এর উত্তোরণ ও ন্যায় বিচারের স্বার্থে দেশের সর্বোচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় অদ্য ২০ নভেম্বর বুধবার কথিত কমিটির নামে বহিরাগতদের নিয়ে প্রেস ক্লাবে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত ৫ আগস্টের পর থেকে ক্লাবের চাবি নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় তালা ভেঙ্গে অনুপ্রবেশ করেছে বহিরাগতরা। অগণতান্ত্রিক আইন বর্হিভূত এহেন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ বলতে চায়- চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে ক্লাব কমিটি ভেঙ্গে দেওয়ার এখতিয়ার নেই। এরপরও জেলা প্রশাসনের কথিত ওই কমিটির নামে অনুপ্রবেশের ঘটনা ঘটল। দেশের আইনশৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহিরাগতরা বলপ্রয়োগে ক্লাব অভ্যন্তরে প্রবেশ করেছে। ওই ঘটনা উদ্বেগজনক, যা সকল সদস্যকে বিস্মিত ও উদ্বেগাকুল করেছে। উদ্ভূত পরিস্থিতিতে নেতৃবৃন্দ ক্লাবের বৃহত্তর স্বার্থে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে ক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা এ অপতৎপরতার সঙ্গে লিপ্ত তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয় ক্লাব পরিস্থিতি নিয়ে ইতোপূর্বে কমিটি নেতৃবৃন্দের সঙ্গে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সঙ্গে দু’দফায় বৈঠক হয়েছে। বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন চর দখলের মত চট্টগ্রাম প্রেসক্লাব দখল করা যাবে না। যা হবে ক্লাবের গঠনতন্ত্র অনুসরণ করেই হবে। তিনি এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসনকে এর সুরাহার জন্য বলেছিলেন। কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন অচলাবস্থা নিরসনে শান্তিপূর্ণ কোনো পদক্ষেপ না নিয়ে ক্লাবের নির্বাচিত একটি কমিটি ভেঙ্গে দিয়ে মনগড়া একটি অর্ন্তবর্তীকালীন কমিটি করেছেন। যা কোনোভাবেই ক্লাব সদস্যদের কাছে গ্রহণযোগ্য নয়। কমিটি ভাঙ্গার এখতিয়ার জেলা প্রশাসনের নেই। কেননা, এ ক্লাব সরকারি কোনো অর্থে বা অনুদানে পরিচালিত নয়। সেক্ষেত্রে সরকার পক্ষে জেলা প্রশাসন শান্তিপূর্ণ পথে না গিয়ে বর্তমান ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিয়ে মনগড়া পথে এগিয়েছেন। যা স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ বলেই প্রতীয়মান। বিবৃতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের মনগড়া সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অনতিবিলম্বে চট্টগ্রাম প্রেসক্লাব পরিস্থিতি সচল করার আহবান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন- প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সিনিয়র সহসভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মো. আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সালমান খানকে হত্যার হুমকিদাতা বিষ্ণোই গ্যাংয়ের ছোট ভাই গ্রেফতার
আলী ইমাম মজুমদার-খোদা বকশ চৌধুরীরা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন: রিজভী
৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য মিলনমেলায় হাজার হাজার ছাত্র-ছাত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চান এরদোগান
গণপূর্তে কর্মরত হত্যা মামলার আসামিসহ ১৬ জনকে অপসারণের দাবি
দেশের উন্নয়নে অবদান রাখতে আনসারদের নির্দেশনা দিলেন মহাপরিচালক
র্যাব পরিচয়ে ফ্যাসিবাদের দোসররা কি এখনো সক্রিয়?
যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য মঙ্গল,দেরি হলে সমস্যাগুলো বাড়বে: মির্জা ফখরুল
রাজধানীর ঢাকা কলেজ-সিটি কলেজে সংঘর্ষে আহত ৩২ শিক্ষার্থী ঢামেকে
ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী
গণতদন্ত কমিশন গঠন করে আমেরিকান কনভেনশনাল সিস্টেমে গণশুনানি করতে হবে : এবি পার্টি
ঈশ্বরগঞ্জে মদসহ মাদক কারবারি মতিলাল গ্রেপ্তার
"বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে নিজেদের অবস্থান জানালেন রহমান-সায়রার তিন সন্তান
বিতর্কিত কর্মকর্তা কুমিল্লার এসপি হারুনের সহযোগি জিএমপিতে
জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : সৈয়দা রিজওয়ানা হাসান
৩০ কোটি টাকায় বিক্রি ৪০০ বছরের রুপোর মুদ্রা
কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি গ্রেফতার
সালথায় প্রধান শিক্ষকের যৌন হয়রানির সংবাদ সংগ্রহে গিয়ে চার সাংবাদিক লাঞ্চিত: মুলহোতা গ্রেপ্তার
যশোরে দুই সাংবাদিককে মারপিট, ক্যামেরা ভাংচুর
সৈয়দপুরে দুই কাঁচা বাজারের কমিটির দ্বন্দ্ব, ব্যবসায়ীদের উপর হামলা ও মহাসড়ক অবরোধ