সৈয়দপুরে দুই কাঁচা বাজারের কমিটির দ্বন্দ্ব, ব্যবসায়ীদের উপর হামলা ও মহাসড়ক অবরোধ
২০ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
নীলফামারীর সৈয়দপুরে দুই পাইকারি সবজি বাজার কমিটির দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ আড়ত মালিক কর্তৃক ব্যবসায়ীদের উপর হামলা, মারধর ও মালামাল লুটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।
বুধবার(২০নভেম্বর)রংপুর-দিনাজপুর মহাসড়কের শহরের মিস্ত্রিপাড়া বসুনিয়াপাড়া বাইপাস মোড়ের সৈয়দপুর পৌর কাঁচামাল পাইকারী সবজি বাজারের সামনে এই অবরোধ করা হয়। এতে প্রায় ৩ ঘন্টা রংপুর দিনাজপুর মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ফলে চরম ভোগান্তির শিকার হয় যাত্রী ও সাধারণ মানুষ।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অবরোধকারী ব্যবসায়ীদের অভিযোগ, সকালে সৈয়দপুর পাইকারী সবজি বাজার থেকে মালামাল নিয়ে যাওয়ার পথে রাবেয়া মোড় এলাকায় কুন্দল ব্রিজ সংলগ্ন সম্প্রতি স্থাপিত বিসমিল্লাহ সবজি বাজার নামের নতুন পাইকারী সবজি বাজারের মালিক পক্ষ তাদের পথরোধ করে।
এসময় আড়তের মালিক পক্ষের লোক সিরাজুল, সালাহ উদ্দিন ও গোল্ডেন জানতে চায় তারা কেন সৈয়দপুর পৌর পাইকারী সবজি বাজার থেকে মালামাল কিনেছে। পরবর্তীতে তাদেরকে বিসমিল্লাহ সবজি বাজার থেকে কেনাকাটার জন্য চাপ দেন। এতে ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে বলেল, আমরা যেখানে সুবিধা পাবো সেখান থেকে মালামাল কিনবো তাতে আপনারা বাধা দেওয়ার কে আর কেনই বা এভাবে পথরোধ করেছেন। একথা বলার সাথে সাথে বিসমিল্লাহ সবজি বাজারের লোকজন ব্যবসায়ীদের উপর অতর্কিত মারধর শুরু করে। এক পর্যায়ে তারা ব্যবসায়ীদের ভ্যান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। এতে বাধা দিতে গিয়ে আড়ত মালিক পক্ষের আঘাতে ৫ জন ব্যবসায়ী জখম হয়।
খবর পেয়ে সৈয়দপুর পৌর কাঁচামাল পাইকারী সবজি বাজারের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা করায়। এদের মধ্যে হৃদয় নামে একজন গুরুত্বর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার শিকার ব্যবসায়ী জয়দেব চন্দ্র রায় বলেন, বিসমিল্লাহ সবজি বাজারের মালিক মূলতঃ ডাব্লু শাহ নামে এক ব্যক্তি। তিনি ব্যক্তিগতভাবে কুন্দল এলাকায় ওই বাজার গড়ে তুলেছেন। কিন্তু সেখানে ব্যবসায়ীরা যেতে না চাওয়ায় তার সহযোগি সিরাজুল ও সালাহউদ্দিন প্রায়ই ওই পথে আসা-যাওয়ার সময় ব্যবসায়ীদের নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন।
তাদের দাবি এপথে অন্য কোন আড়তে যাওয়া যাবেনা। তাদের আড়তেই কেনাকাটা করতে হবে। তাদের এমন অযৌক্তিক আবদারে রাজি না হওয়ায় তারা আজ পরিকল্পিতভাবে কয়েকজন ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে। প্রতিদিনের মত আজও সকাল ৯ টায় পৌর কাঁচামাল পাইকারী সবজি বাজার থেকে মালামাল কিনে নিয়ে যাওয়ার পথে তারা আমাদের পথরোধ করলে এর প্রতিবাদ করায় মারধর করে এবং আমার ভ্যান থেকে ৫ বস্তা কাঁচা মরিচ লুট করে নিয়ে যায়। যার মুল্য প্রায় ৪২ হাজার টাকা।
অপর ব্যবসায়ী রায়হান আলী বলেন, পৌর কাঁচামাল পাইকারী সবজি বাজার থেকে ৭ বস্তা আলু কিনে নিয়ে শহরের পৌর সবজি বাজারে যাওয়ার সময় সম্প্রতি কুন্দলে গড়ে তোলা বিসমিল্লাহ সবজি আড়তের মালিক সিরাজুলসহ তার সহযোগি সালাহ উদ্দিন ও গোল্ডেনের নেতৃত্বে লোকজন আমাদের আটকিয়ে মারধর করাসহ মালামাল লুট করে। এসময় হৃদয় নামে আমাদের এক ব্যবসায়ী খুবই জখম হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দর এলাকার আড়তদার আবু আলম ৫ বস্তা আলু নিয়ে যাওয়ার পথে তাকেও আটক করে মারপিট করাসহ তার মালামাল কেড়ে নিয়ে গেছে ওই আড়ত মালিক পক্ষ। সেই সাথে সাহিন নামে পার্বতীপুর উপজেলার ব্যবসায়ীর ১২০ বস্তা বীজ আলুও একই সময় লুট করা হয়েছে। তারা বলেন, আমরা ব্যবসায়ী যেখানে সুবিধা পারো সেখান থেকে মাল কিনবো। কিন্তু নতুন করে গড়ে তোলা বিসমিল্লাহ আড়তের লোকজন জোরপুর্বক তাদের আড়ত থেকে মাল কিনতে চাপ দিয়ে আসছে। আমরা তাদের কথায় রাজি না হওয়ায় তারা এভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আমাদের মালামাল লুট করে আমাদেরকে মারধর করে আহত করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
সৈয়দপুর পৌর কাঁচামাল পাইকারী সবজি বাজারের একতা সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল মোাহাম্মদ আজম বলেন, সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে বৃহৎ এই আড়ত থেকে মাত্র কয়েকশ গজ দুরে বিসমিল্লাহ সবজি বাজার নামে আড়ত তৈরী করা হয়েছে। ব্যক্তিগতভাবে আড়ত করে তারা নিজেরা সুবিধাভোগী হতে চায়। আর আমরা সম্মিলিতভাবে বাজার গড়ে তোলায় এই সমিতির সকল সদস্য ব্যবসায়ী ও আড়তদাররা সমভাবে লভ্যাংশ পাচ্ছেন। তাছাড়া এই আড়ত অনেক আগেই প্রতিষ্ঠিত হওয়ায় এখানে ক্রেতা-বিক্রেতা কেনাকাটা করে লাভবান হয়েছেন। নতুন আড়ত গড়ে তোলার আগে থেকেই একটি কুচক্রি মহল নানাভাবে ষড়যন্ত্র করে চলেছে। তারই ধারাবাহিকতায় এই সন্ত্রাসী হামলা ও লুট করেছে তারা। আড়ত মালিক ডাব্লু শাহের নির্দেশেই এমনটা করা হয়েছে বলে দাবি করেন তিনি। আইনগতভাবে এর সুবিচার দাবি করছি। এদিকে দুই মার্কেটের ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে মালামাল আটক ও ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় সড়ক অবরোধের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান। থানার উপ পরিদর্শক মাে. আঙ্গুর হোসেন বলেন অবরোধকারীরা দোষীদের বিচার না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবেনা বলে জানান। পরে তাদের দাবি অনুযায়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম স্যারের সাথে কথা বললে তিনি বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করেন। জানতে চাইলে নীলফামারী জেলা ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মে. মাহফুজুর আলমের সাথে কথা হলে তিনি বলেন পুলিশ সুপার স্যারের সাথে ব্যবসায়ীদের কথা হয়েছে। তিনি সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মালামাল আটক ও ব্যবসায়ীদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে বিসমিল্লাহ সবজি বাজারের ব্যবসায়ী গোল্ডেন বলেন, আমরা কোন হামলা বা লুট করিনি। বরং সৈয়দপুর পৌর কা্চামাল পাইকারি সবজি বাজারের লোকজনরাই আমাদের আড়তে আসা-যাওয়ার পথে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানী করে আসছে। আজ সকালেও একজন সিএনজি চালককে মালামালসহ আটক করেছে। তারা ওই সিএনজি চালকের মাল গায়েব করে এখন নাটক সাজিয়ে উল্টো আমাদের উপর মিথ্যে অভিযোগ দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।
উল্লেখ্য, শহরের ভিতরে আড়ত থাকায় মালামাল পরিবহনে অতিরিক্ত যানবাহন প্রবেশের ফলে চরম যানজটের সৃষ্টি হওয়াসহ নানা অসুবিধা দেখা দেয়। একারণে আড়তটি শহরের বাইরে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়। প্রায় ১০ বছর আগে সৈয়দপুর শহরের পৌর সবজি বাজারের আড়ত মালিকদের সমিতি কর্তৃক পৌরসভার ১৫ নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়ক বাইপাসের পাশে প্রায় ১০ একর জমি নিয়ে গড়ে তোলা হয় পৌর কাঁচামাল পাইকারী সবজি বাজার। এসময় শহরের সবজি বাজারের কয়েকজন ব্যবসায়ী শহরের ভিতর থেকে বাজার অপসারণের বিরোধিতা করে। কিন্তু অধিকাংশ ব্যবসায়ী নতুন স্থানেই তাদের ব্যবসা পরিচালনা করতে থাকে এবং এখন ওই বাজারটি পরিপূর্ণভাবে জমজমাট হয়ে উঠেছে।
সম্প্রতি আগের বিরোধিতাকারীরা এক ব্যক্তিকে দিয়ে কুন্দল ব্রিজ এলাকায় বিসমিল্লাহ নামে আরেকটি পাইকারি সবজি বাজার গড়ে তুলেছেন। কিন্তু সেখানে ব্যবসায়ীরা যেতে না চাওয়ায় তৎকালীন আওয়ামীলীগ নেতাদের প্রভাবে চাপ সৃষ্টি করাসহ নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় এধরণের হামলা, মারধার ও মালামাল লুটের ঘটনা ঘটানো হয়েছে।
এর প্রতিবাদে আহত ব্যবসায়ীদের সাথে পৌর কাঁচা আড়ত তথা পাইকারী সবজি বাজারের অন্যান্য আড়তদার ও পরিচালনাকারী একাতা সমিতির কর্তৃপক্ষ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে চমর যানজটের সৃষ্টি হয় এবং ৩ ঘন্টায় দুর্ভোগ পোহাতে হয় শত শত মানুষকে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের কমিটি
চাচাত ভাইয়ের মেয়ে কে বিবাহ করা প্রসঙ্গে।
কাপাসিয়ার ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান খোকন গ্রেফতার
ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায় ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন
মৎস্য উৎপাদন গবেষণা আরো জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০ ডিসেম্বর থেকে শুরু হবে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ
১৪তম গ্রেডসহ পাঁচ দাবি ল্যাব সহকারী ঐক্য পরিষদের
বর্জ্য ব্যবস্থাপনার ১২২ কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে
৭ এপিবিএন অধিনায়ক পরিদর্শন করলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প
মাদরাসা উদ্ধারের দাবি সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ
বাংলাদেশ পুরুষ ও নারী হকি দল এশিয়া কাপে
ফেডারেশন কাপে একই গ্রুপে মোহামেডান-আবাহনী
বিসিবির অর্থ পুরস্কার হাতে পেলেন সাবিনারা
ময়মনসিংহে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেপ্তার
ঝিকরগাছায় রাস্তার পাশে পড়ে ছিল যুবকের লাশ
সালমান খানকে হত্যার হুমকিদাতা বিষ্ণোই গ্যাংয়ের ছোট ভাই গ্রেফতার
আলী ইমাম মজুমদার-খোদা বকশ চৌধুরীরা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন: রিজভী
৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য মিলনমেলায় হাজার হাজার ছাত্র-ছাত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চান এরদোগান
গণপূর্তে কর্মরত হত্যা মামলার আসামিসহ ১৬ জনকে অপসারণের দাবি