শিক্ষাঙ্গনে 'নো হার্ম প্রিন্সিপল' পলিসি নির্ধারণ করেছে ছাত্রদল: নাছির
২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম
'শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে ছাত্র রাজনীতি করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করবে ছাত্রদল। প্রতিটি শিক্ষাঙ্গনে 'নো হার্ম প্রিন্সিপল' পলিসি নির্ধারণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। অর্থাৎ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের একটি শিক্ষার্থীও যেন ছাত্রদলের রাজনীতির দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই সিদ্ধান্ত নিয়েছে।'
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে এমন কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এসময় তিনি বলেন, ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে বাংলাদেশের দুই হাজারেরও অধিক ছাত্রজনতা খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শহিদ হয়েছেন। এই অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা লক্ষ্য করেছি 'খুনি হাসিনা পালিয়ে গিয়েছে' এই কথাটা বলতে বাংলাদেশের কিছু গণমাধ্যম এখনো ভয় পাচ্ছে অথবা লজ্জা পাচ্ছে।
২৪'র গণঅভ্যুত্থানে ছাত্রদলের আহত-নিহতদের সংখ্যার বিষয়ে তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ পাঁচ দশক ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে তা তরান্বিত করতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের একশো'র বেশি নেতাকর্মী শহিদ হয়েছেন, দুই হাজারের বেশি নেতাকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন, পাঁচ হাজারের অধিক নেতা-কর্মী খুনি হাসিনার মিথ্যা মামলায় জেল খেটেছেন। বাংলাদেশের অন্য কোনো দল এখনো পর্যন্ত তাদের নেতাকর্মীদের শহিদ হওয়ার তালিকা প্রকাশ করতে পারেনি।
ছাত্রদলের বিভিন্ন সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একাবিংশ শতাব্দীর উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালের ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কীভাবে একটি অর্থবহ ও ইতিবাচক এবং কল্যাণমূখী ধারণায় অংশগ্রহণ করা যায় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন।
সে নির্দেশনের আলোকে আমাদের ৩৮টি টিম প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছাত্রদলের প্রত্যেকটি রাজনৈতিক সিদ্ধান্তে অংশীদারত্বে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাপ-আলোচনার মাধ্যমে একটি মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিনির্মাণে সচেষ্ট রয়েছে।
ছাত্র রাজনীতির রোডম্যাপ নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে ছাত্র রাজনীতি করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করা হবে।
জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি শিক্ষাঙ্গনে 'নো হার্ম প্রিন্সিপল' পলিসি নির্ধারণ করেছে। অর্থাৎ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের একটি শিক্ষার্থীও যেন ছাত্রদলের রাজনীতির দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট কীভাবে কাটিয়ে ওঠা যায় তার জন্য মাননীয় উপাচার্য মহোদয়গণের সাথে কথা বলে কাজ করার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বেকারত্ব দূরীভূত করার জন্য ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে সহযোগিতা করার জন্য আমরা নির্দেশনা দিচ্ছি। সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমূখী শিক্ষাকে কীভাবে একটি আন্তর্জাতিক মানের উপযোগী করা যায় সেজন্য আমরা একটি পলিসি ডিসকাশনের আয়োজন করতে চাই। যেখানে বাংলাদেশের যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।
এসময় রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীসহ আরো অনেকে।##
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস