ভোলা পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। চরম ভোগান্তিতে পৌরবাসী
১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
সম্রাট আকবরের সেনাপতি শাহবাজ খানের নাম অনুসারে হয় দক্ষিণ শাহবাজপুর। শাহবাজপুর এক খেয়া নৌকার মাঝি ভোলা গাজী পাটনীর নাম অনুসারে হয় ভোলা। ১৯২০ সালের ১০ই অক্টোবর ভোলা পৌরসভার ৯ টি ওয়ার্ড নিয়ে সৃষ্টি হয়।
তারপর ১৯৮৯ সালের ৩ মে ভোলা পৌরসভাটি "ক" শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। তারপর থেকে এত বছর পেরিয়ে গেলেও ভোলা পৌরসভার তেমনটা উন্নতি লক্ষ্য করা যায়নি। যেমনি রাস্তাঘাটের বেহাল দশা।তেমনি ড্রেনেজ,সড়ক বাতি সহ তেমন কোন উন্নয়নে লক্ষ্য করা যায়নি এ পৌরসভায়। ভোলা পৌরসভার অধিকাংশ রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা ভোলা পৌরসভার বেশিরভাগ সড়কের।
এমনকি পৌরসভার সামনের রাস্তাটিও ভাঙ্গা যা নিয়ে সমালোচনা করছে সাধারন মানুষ। প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃস্টি হয়। সড়কে পানিজমে পিচগুলো নস্ট হয়ে তৈরি হয় ছোট-বড় গর্ত।এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থা হলেও সংস্কারে উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্টরা।ফলে পৌরসভার বিভিন্ন সড়ক এখন চলা চলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহন তো দূরে থাক,পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর। সড়কগুলোর বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরপুর গোটা সড়কগুলো।ঠিকমত রিক্সাও চলাচল করতে সমস্যা হচ্ছে। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়েছেন পৌর বাসীসহ এই শহরে আসা উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।স্থানীয় বাসিন্দা কালাম মিয়া অভিযোগ নিয়ে জানান ভোলার তিন ইউনিয়ন ও পৌরসভার ৫টি ওয়ার্ডের প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন কালিবাড়ীর সড়ক দিয়ে। কয়েক বছর ধরে সড়কটি এমন বেহাল। পিচ উঠে কয়েক কিলোমিটার সড়কে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
এই চিত্র শুধু কালিবাড়ী রোডের নয়। ভোলা উপজেলা সড়ক,পাখির পোল সড়ক, মুসলিম পাড়া, আবহাওয়া অফিস রোড,স্টেডিয়াম সড়ক, বাপ্তা উকিল পাড়া সড়ক,চর জংলা সড়ক, রূপুসী সিনেমা হল সড়ক, সহ পৌর এলাকার বেশিরভাগ সড়কের বেহাল অবস্থা। কিছু এলাকায় কিছু কাজ হলেও অধিকাংশ ওয়ার্ডের সড়কের কোন সংস্কার না হওয়ায় চলাচলে জনদূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকায় বসবাসকারীদের। সামান্য বৃষ্টিতে সড়কে জমে পানি।যার ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা করে ট্যাক্স বাড়িয়ে নিলেও সে অনুযায়ী তেমন কোন উন্নয়ন দেখা যায়নি বিগত ১৬ বছরে। তবে গেল ১৬ বছরে তেমন একটা উন্নয়ন দেখা না গেলেও ব্যাক্তি উন্নয়ন ঠিকই হয়েছে বলে জনমনে ধারনা। নাম প্রকাশ না করে জৈনক ব্যাক্তি বলেন এখানের নগড় পিতা ছিলেন তোফায়েল আহমেদের ভাগ্নে। তারা প্রভাব খাটিয়ে নিজের উন্নয়ন করলেও পৌরসভার তেমন কোন উন্নয়ন করেনি। তেমন কোন উদ্যোগও লক্ষ্য করা যায়নি সংশ্লিষ্টদের। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যাক্তি বলেন এ পৌরসভায় একজন ভালো ইন্জিয়ার ছিল কিন্তু আওয়ামীলীগের সময় তাকে বিএনপি বানিয়ে পটুয়াখালী বদলী করা হয়েছে। তারপর থেকে ভোলা পৌরসভার তেমন কোন উন্নয়ন হয়নি।
পৌর বাসিরা জানান স্টেডিয়াম, দুটো স্কুল থাকা স্বত্ত্বেও সড়কের এই অবস্থা। এই রাস্তা এখন চলাচলের অযোগ্য বললেই চলে। ১৬ বছর ধরে রাস্তার এই অবস্থা। এই রাস্তাটি মেরামত করার কেউ কোন প্রয়োজনই বোধ করছে না। রোগী এবং বৃদ্ধদের এই রাস্তায় চলতে অনেক অসুবিধা হয়। সড়ক নিয়ে সমস্যার শেষ নেই এলাকাবাসীর। উপ সহকারী প্রকৌশলী সজিব হাওলাদার বলেন আমি মাত্র কিছুদিন পূর্বে এখানে এসেছি। তবে রাস্তাগুলোর অবস্থা বেশ খারাপ বরাধ্ব না থাকার কারনে সড়কগুলোর কাজ করা যাচ্ছে না। তারপরও কিছু কিছু সড়ক চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।
ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু আরো বলেন ভোলা পৌরসভায় প্রায় ১২০ কিলোমিটারের মত রাস্তা রয়েছে। এর মধ্যে অধিকাংশ রাস্তাই যথেষ্ট খারাপ। আমরা ইতিমধ্যে বেশকিছু রাস্তা সংস্কারের কাজ হাতে নিয়েছি।তাছাড়া এলাকার উন্নয়নের জন্য যে পরিমান অর্থের প্রয়োজন তা বরাদ্দ পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেলে এ পৌরসভাকে মাস্টার প্লানের মাধ্যমে দ্রুত সংস্কার করা হবে ।তবে এই মুহুর্তে কালিবাড়ী রোডের যে রাস্তাটি হাসপাতাল পর্যন্ত সংযুক্ত সেই রাস্তাটি এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য ১০ কোটি টাকা ব্যায়ে কাজটি চলমান। পৌরসভার কর্তৃক বিভিন্ন সড়কের তালিকা করেছি যেগুলো অর্থ বরাদ্দ সাপেক্ষে দ্রুত কাজ করা হবে। পৌরবাসী ক্ষোভের সাথে বলেন ভোলা পৌরসভার সড়কের মধ্যে প্রায় অধিকাংশ রাস্তাই নাজুক অবস্থায়। শুধু আশ্বাস নয় সত্যিকারের উদ্যোগ নিয়ে কাজ বাস্তবায়ন দেখতে চান পৌরবাসী।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ