ঐক্যবদ্ধ না থাকলে চব্বিশের স্বাধীনতা হারাতে হবে: চবি ভিসি
১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম
ঐক্যবদ্ধ না থাকলে চব্বিশের স্বাধীনতা হারাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
শনিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সিনেট কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এসময় ভিসি ইয়াহ্ইয়া আখতার বলেন, বুদ্ধিজীবী দিবস আলোচনার একটাই শিক্ষা ; আমরা যেন কোনভাবে বুদ্ধিজীবীদের অবমূল্যান করতে না পারি, তাদের ত্যাগে অনুপ্রাণিত হতে পারি। রাষ্ট্র পরিচালনা করতে হলে ঐক্যবদ্ধ হতে হয়। আমরা ৭১ এ ঐক্যবদ্ধ থাকায় দেশ স্বাধীন করতে আমাদের মাত্র নয় মাস সময় লেগেছে। আমি এখনও বাঙালি জাতিকে বলবো আমাদের এখনো ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ২৪ এর অর্জিত স্বাধীনতা হারাতে হবে।
গত ১৫ বছরের মতো উন্নয়নের স্বাধীনতা চাননা জানিয়ে ভিসি বলেন, গত ১৫ বছর আমাদেরকে উন্নয়নের স্বাধীনতা দেখানো হয়েছে। আমরা উন্নয়নের স্বাধীনতা চাইনা। আমাদের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। ৫ই আগস্ট ছাত্ররা জীবন দিয়ে স্বাধীনতা আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে আমরা শপথ করবো আমাদের স্বাধীনতা ধরে রাখতে।
প্রতিবেশী দেশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এখন কোন দেশের অর্থনীতি এবং সাংস্কৃতিকে কব্জা করতে পারলে শাসন করা খুবই সহজ। আমরা গত ১৫ বছর দেখেছি আমাদেরকে প্রতিবেশীরা কিভাবে শাসন করেছে। আমাদের প্রতিটি সেক্টরে প্রতিকূল পরিবেশ তৈরী করছে। যা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ।
শিক্ষার্থীরা যথাযথ মূল্যায়ন না পেয়ে বিদেশে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থীরা যতাযথ মূল্যায়নের অভাবে বিদেশে পাড়ি দেয়। আজকের শিক্ষার্থীরাই একদিন বুদ্ধিজীবী হয়ে উঠবে। দেশের জন্য একসময় বুদ্ধিজীবী শূন্য হওয়ার আশঙ্কার পথ সৃষ্টি হয়েছে। এর ফলে পরবর্তীতে রাষ্ট্র পরিচলনা করতে আমাদের ভোগান্তি পোহাতে হবে।
'গণতান্ত্রিক বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য' শীর্ষক এই আলোচনা সভার সঞ্চালনা করেন প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
প্রো ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান বলেন, বুদ্ধিজীবী তারা যারা তাদের জ্ঞান, মনন, মেধা দিয়ে পরবর্তী রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখান। পৃথিবীতে যারাই ন্যায়ের কথা বলেছে তাদেরই স্বৈরাচারীদের রোষানলে পড়তে হয়েছে। পাকিস্তানীরা পরাজয়ের সময় দেশ ত্যাগের সময় পাবেনা কিন্তু তখন কিভাবে বিজয়ের মাত্র ২ দিন আগে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে? ৭১ বুদ্ধিজীবীদের হত্যার পিছনে কোন আন্তর্জাতিক বহি:দেশের শত্রুর হাত আছে কিনা তা বর্তমান সরকারকে তদন্ত করার অনুরোধ জানাচ্ছি।
প্রো ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী ছিলেন সক্রেটিস। তাকেও জীবন দিতে হয়েছে স্বৈরাচারীদের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রের কথা বলায়। আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। পাকিস্তানীরা বুদ্ধিজীবীদের গুরুত্ব বুঝতে পারলেও আমরা আজও বুঝতে পারিনি। আমাদের ২৪ এর জুলাই আন্দোলনো ৭১এর আন্দোলনের সাথে সাদৃশ্য। ৫ আগস্টে আমরা স্বাধীনতা অর্জন করতে না পারলে আবারও বুদ্ধিজীবী হত্যা করা হতো।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত এই আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ