শেরপুরে বিজয়েরমাসে ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতা
১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
শেরপুরের ফসলের ক্ষেতে এবার আয়োজন করা হয়েছে বিজয়ের মাসের গরুর দৌঁড়রের অভিনব প্রতিযোগিতা। হারিয়ে যেতে বসা কৃষকের আনন্দের এ খেলাকে ধরে রাখার জন্য করা হয়েছে অর্ধমাসব্যাপী এ আয়োজন। হাজার হাজার কৃষক ও গ্রামের সাধারণ মানুষের আনন্দদায়ক এ খেলা। বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য প্রয়াস এ খেলায় সংশ্লিষ্টদের।
শেরপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী ব্যতিক্রমধর্মি ষাড়ের মই দৌড় খেলা। শত শত বছর ধরে শেরপুর জেলায় চলে আসছে কৃষকের ষাড়ের মই দৌড় খেলাটি। গ্রাম-বাংলার জনসাধারনের এটি একটি আনন্দেও খেলা। যেখানেই আয়োজন করা হয় এ খেলা, সেখানেই হাজির হন হাজারো দর্শক। আর এ খেলাটিকে ধরে রাখতে প্রতি বছর জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা। এবারও শেরপুরের শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের কদমতলীতে আয়োজন করা হয়েছে গরুর মই দৌঁড়রের অভিনব প্রতিযোগিতা। আর ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। উৎসবে বাদ যায়নি ছোট শিশু কিশোর, ছাত্র মহিলারাও। এ খেলাটি দেখে তারাও পেয়েছে অনেক আনন্দ।
চারটি ষাঁড় গরু দিয়ে একটি মইয়ে থাকে দুই জন ময়েল ও তিনজন ধরাল। প্রতিযোগিতার জন্য দুটি করে মই নিয়ে দাঁড়ানো হয় লাইনে। অপেক্ষা বাঁশির ফুঁ শোনার, অবশেষে বাঁজলো বাঁশি আর সেই শব্দে শুরু হয় মই নিয়ে প্রথম হওয়ার লক্ষে দৌঁড় প্রতিযোগিতা। আর এতে আনন্দে মেতে ওঠে উপস্থিত হাজার হাজার কৃষক, কৃষানী, ছাত্র যুবকরা। বাপ দাদার আমলের থেকে চলে আসা এ খেলা ধরে রাখতেই বিভিন্ন স্থানে যান মইয়েল, ধরাল, ষাড় ও মইয়ের মালিকরা।
প্রায় এক মাসব্যাপি এ খেলায় সপ্তাহে দুইদিন করে অনুষ্ঠিত হয়ে থাকে। বোরো ধানের আবাদ শুরু করার আগেই জাকজমক আয়োজনে শেষ করা হবে এ আয়োজন। এ ব্যাপারে আফাজ উদ্দিন মন্ডল বলেন, এ খেলাটা আয়োজন করায় আমরা খুব আনন্দিত। আসলে এখেলাটা আমাগোর কাছে খুব ভালো লাগে। ধান কাটার পর এলাকাবাসী মিটিং কওে এ খেলাটা আয়োজন করছি আমরাই। খেলাটা আসলে দেখতে খুব আনন্দ লাগে। এ খেলাটা দেখতে ভালো লাগে তাই যেনো এ খেলাটার আয়োজন করা হয় সেখনেই আমরা এ খেলা দেখতে যাই।
ছাত্র রফিকুল ইসলাম বলেন, আমরা সাধারণত ক্রিকেট ফুটবল খেলা দেখি। কিন্তু এ খেলা দেখিনাই আগে। এখন দেখলাম, খুব ভালো লাগলো। আমরা অনেক ইনজয় করছি। জাবেল মেম্বার বলেন, এই খেলাটি ঐতিহ্যবাহী একটি খেলা। দুইশ বছর আগের এ খেলা। এ খেলাটি আয়োজন করায় পোলাপান এ খেলাটি দেখে বুঝতে পারবে এটি একটি ঐতিহ্যবাহী একটি খেলা।
সাহেদা খাতুন বলেন, খেলাটা দেখে আমরা খুব আনন্দ পাইছি। এখানে যারা উপস্থিত আছে তারাও আনন্দ পাইছে।
পরিচালক আব্দুল হামিদ বলেন, দর্শকের একটি আনন্দের খেলা। আমি বিভিন্ন জায়াগায় খেলাটি পরিচোলনা করি। এটা আসলে দর্শকরা খুব পছন্দ করে। ধরাল জাহাঙ্গীর আলম বলেন, আমি বায়ে ধরি, আমার ঠাই এ খেলাটা আনন্দ লাগে। আমি পাইত্রিশ বছর ধওে এ খেলাটা বায়ের ধরাল হিসেবে চালই আসতাছি।
মইয়াল ফুল মামুদ বলেন, এটা সবার আনন্দ লাগে, আমারও আনন্দ লাগে। আমার বাপ-দাদারা এ খেলা খেলছে, আমরাও খেলাইতাছি। এখন খেলতাছি আগামীতেও খেলাবো। ফুর্তির সাথে এখেলা খেলাইতাছি।
আঠারো বছর ধরে খেলি। রিক্স নিয়েই খেলি। এখানেও খেলি। যেখানেই আয়োজন করে সেখানেই খেলি।
ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতি বছরই এমন আয়োজন করার। যা আগামীতে করার আশ্বাস দিলেন, শ্রীবরদী উপজেলার কদমতলী গ্রাম কৃষক সমাজ ও আয়োজক কমিটির সভাপতি ফারুক মন্ডল। তিনি বলেন, এ খেলাটা হারিয়ে যাইতেছেগা, তাই আয়োজন করছি।
গেছে বারো করছিলাম, এবারও করছি, এলাকার মানুষের মাঝে খুব আনন্দ, শিশু, যুবক, হুজুর, মহিলা সবাই আনন্দিত। সবাই এ খেলায় সহযোগিতা করে আসছে। উল্লেখ্য কৃষকের আনন্দের এ খেলায় ১৬ টি মইয়ে শেরপুর জেলা ও পার্শ্ববর্তী জামালপুর, কুড়িগ্রাম জেলাসহ বিভিন্ন স্থানের অর্ধশতাধিক নামি-দামি ষাঁড় গরু অংশ গ্রহণ করে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তে ‘জাতীয় তদন্ত কমিশন’ গঠনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণঅধিকার পরিষদের স্মারকলিপি
এবি ব্যাংক-অ্যাকজেনটেক চুক্তি স্বাক্ষর
নকলায় মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেডের মহিলা কর্মী নিহত
টঙ্গির ইজতেমার মাঠে সংঘর্ষে নিহত তিনজনের মধ্যে নিহত বিল্লালের বাড়ী ফরিদপুরে
হাসিনা ভোটে আস্থা রাখেননি, টিকে ছিলেন প্রশাসনে ভর করে: সারজিস আলম
রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪ এর উদ্বোধন
ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আব্দুস সালাম খান
দীর্ঘ ১৬ বছর পর আখাউড়ায় রাধামাধব মন্দিরের সম্মেলন
মোদির বিতর্কিত পোস্ট, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার
পোস্টার মুছে দিতে চায় অনুভূতি, হবে কি মানুষের সুমতি?
নোবিপ্রবিতে ট্রেজারার’স রিসেপশন অনুষ্ঠিত
কুয়েটে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালার উন্মোচন
ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না : অর্থ উপদেষ্টা
চাঁদপুরে টিসিবির পণ্যে লেবেল সাঁটিয়ে বিক্রি ডিলারের ৬ মাসের কারাদণ্ড
প্রাইম ব্যাংকের প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে মিস নাজিয়া কবিরের যোগদান
সিআইপি সম্মাননা পেলেন ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম
চন্দ্রঘোনা ফেরিতে উঠতে গিয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ আহত-১
বাংলাদেশের জনগণ চায় ইসলামি দলগুলোর পারস্পরিক ঐক্য: জামায়াত আমির
খাদ্যের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার: সৈয়দা রিজওয়ানা হাসান