কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক ওষুধ পাচ্ছে না ৯৭ শতাংশ রোগী
৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাত্র ৩ শতাংশ রোগী সঠিকভাবে ওষুধ পান এবং ১৪ দশমিক ৯ শতাংশ রোগীর পরীক্ষা-নিরীক্ষা হয়। ৯৭ শতাংশ রোগীকে বেসরকারি ফার্মেসি থেকে ওষুধ কিনতে হয় এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা নিতে হয়।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হানপাতালে রোগীরা পাচ্ছেন না সরকারি ওষুধ। চিকিৎসকরা রোগ নির্ণয় করে অসহায় রোগীদের হাতে ব্যবস্থাপত্রে ওষুধ সংখ্যা উল্লেখ করে তুলে দিচ্ছেন। হাসপাতালের ওষুধ বিতরণ শাখা থেকে ওষুধ সংগ্রহ করে নেয়ার জন্য। এদিকে চিকিৎসকের ব্যবসস্থাপত্রে উল্লেখিত চাহিদা মোতাবেক ওষুধ সরবরাহ না করেই কম ওষুধ দিয়ে রোগীদের ফিরিয়ে দিচ্ছেন ওষুধ বিতরণী কেন্দ্র থেকে। ফলে সরকারি ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে রোগীদের।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হাসপাতালে বর্হিবিভাগে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা পত্রে যে পরিমাণ ওষুধ লিখে দেন তার পুরো ওষুধ না দিয়ে অর্ধেক ওষুধ “ওষুধ বিতরণী” কক্ষ থেকে সরবরাহ করে রোগীদের বিদায় করে দেন।
গত রবিবার ২৯ ডিসেম্বর সকালে ইনকিলাব সরেজমিনে অনুসন্ধানে জানতে পারে নুসরাত নামের একজন রোগী গ্যাসের সমস্যা নিয়ে হাসপাতালের বর্হিবিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক ১০টি ইসোরাল ট্যাবলেট ব্যবস্থাপেেত্র লিখে ওষুধ বিতরণী কক্ষ থেকে সংগ্রহ করে সেবন করতে পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের ওষুধ বিতরণী কক্ষ থেকে মাত্র ৫টি ট্যাবলেট দিয়ে চলে যেতে বলেন। রোগী ওষুধ বিতরণী কক্ষে দায়িত্বরত ব্যক্তিকে ১০টি ট্যাবলেট দিতে বললে ভিতর থেকে চিকিৎসকের ব্যবস্থা পত্র ফিরত দিয়ে ওষুধ রেখে দেন। ওষুধ ছাড়াই ফিরে যেতে হয়েছে ঐ রোগীর। বাধ্য হয়ে হাসপাতালের বাইরের ফার্মেসী থেকে ওষুধ কিনেন।
অটোচালক আওয়াল বলেন, দুই ঘন্টা ধরে লাইনে দাড়িয়ে আছি, এখনও ওষুধ পাইনি “ তিনজনকে ওষুধ দিয়েই কাউন্টার ছেড়ে চলে যায় ১৫-২০ মিনিট পর আসে আবার ৩-৪ জনকে ওষুধ দিয়ে চলে যায় এভাবে চলে ওষুধ দেয়া”।
নাসিমা আক্তার নামের এক ভ্যানচালকের স্ত্রী বলেন, ‘টাকার অভাবে বাচ্চাকে কোলে করে নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে হাসপাতালে এসেছি সরকারি চিকিৎসা ও ওষুধ নিতে। কিন্তু চিকিৎসক ওষুধ লিখে দিয়েছেন, সরকারি সকল ওষুধ দেননি।
চান মিয়া নামের এক কৃষক বলেন, ‘চিকিৎসকরা পরীক্ষা করে যে ওষুধ লিখে দিয়েছেন। তার অর্ধেক সরকারি ওষুধ দিয়েছেন। আমি এসেছিলাম, ডাক্তার দেখিয়ে ফ্রি ওষুধ নিতে। কিন্তু পেলাম অর্ধেক, তাই অর্ধেক ওষুধ নিয়েই ফিরে যাচ্ছি।’
হাসপাতালের ফার্মেসী সহকারী মো. মঈন খানকে রোগীদের অর্ধেক ওষুধ দিয়ে বিদায় করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কখনো হয়না। রোগীদের যতই সুবিধা দেই না কেন? তাদের অভিযোগ থাকবেই।
ফার্মেসী ইনচার্জ মামুনুর উর রশিদের নিকট জানতে চাওয়া হয়েছিল, কর্তব্যরত চিকিৎসকরা গরীব রোগীদের চিকিৎসাপত্রে যে পরিমান ওষুধ লিখে দেন তার অর্ধেক ওষুুধ বিতরণ করেন। তবে বাকী অর্ধেক ওষুধ কোথায় যায়? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন ইনকিলাবকে জানান, বহুদিন ধরে বিষয়টি আমাদের নজরে আছে। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ^স্ত করেছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নোয়াখালীতে তারুণ্য উৎসবে আলোচনা সভা ও র্যালি
আগামীতে যে কোন যড়যন্ত্র মোকাবেলায় ছাত্রদলকে প্রস্তুুত থাকতে হবে-আফরোজা খান রিতা
রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ১
সেনাবাহিনী কি ক্ষমতার স্বতন্ত্র কোনো কেন্দ্র: প্রশ্ন ডা. জাহেদের
'সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি মহল এবং দেশি-বিদেশি যড়যন্ত্রকারীরা নির্বাচন প্রলম্বিত করবার ষড়যন্ত্রে আছে'
বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটক ৩১ ভারতীয় জেলের মুক্তি
দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর: রিজভী
ঝিকরগাছায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
বগুড়ায় শীতে স্থবির জনজীবন, বেড়েছে শীত বস্ত্রের বিক্রি
কালিয়াকৈরে সড়ক দূঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত
ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই মানিকগঞ্জে চারটি থেকে তিনটি আসন করা হয় : রিতা
মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে সিনহার মায়ের আবেদন
সংগীতাঙ্গনকে বেডরুম বানিয়েছিল গান বাংলার তাপস
রাস্তা প্রশস্ত করণের নামে কোটি কোটি টাকা লুটের অভিযোগ
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের ৪ কারখানা
বিপিএলের টিকেট বুথে সন্ত্রাসী কায়দায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
বাগেরহাট কারাগার থেকে ৬৪ ভারতীয় জেলের মুক্তি
গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির লাশ উদ্ধার
সদরপুরে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথান ও কল্যাণ রাষ্ট গঠনে মুক্ত আড্ডা