ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ
০৪ জানুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
ফেনীতে ফ্যাসিবাদের দোসর ও ৪ আগস্ট মহিপালে ছাত্রহত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতা মো. আব্দুল বাসেতের বিরুদ্ধে “নিউ ইরা ম্যানুফেকচারিং লিমিটেড” কোম্পানির মালিকানাধীন জায়গার বালু লুটের অভিযোগ উঠেছে। তাকে বালু লুটে সার্বিক সহযোগিতা করছেন ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল ও তাঁতীদলের নেতাকর্মীরা।
আজ (৪ জানুয়ারি) শনিবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্দি এলাকায় “নিউ ইরা ম্যানুফেকচারিং লি:” কোম্পানির ক্রয়কৃত জায়গায় ভরাটকৃত বালু দুটি স্কেভেটর (বেকু) মেশিন দিয়ে হাইড্রলিক পিকআপ গাড়িতে লোড় করে নিয়ে যেতে দেখা যায়। সেখানে ১৫-২০ জন বখাটে তরুণ-যুবককে দাঁড়িয়ে পাহারা দিতে দেখা যায়। তাদের একজনকে বালু নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে সে কিছু না বলে সামনে এগিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন জানান, কোম্পানির অজান্তে এখানে বালু লুটের নের্তৃত্ব দিচ্ছেন কালিদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী,জেলা যুবদলের প্রচার সম্পাদক মো. ফখরুদ্দিন ভূঁইয়া। তাদের নির্দেশক্রমে বালু বিক্রিতে সহযোগিতা করছেন জেলা যুবদলের সদস্য শিপন,ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য জামাই ফারুক,ইউনিয়ন তাঁতীদলের সেক্রেটারী জাহাঙ্গীর, সদর উপজেলা শ্রমিক দলের নেতা মামুন,এরশাদ,উপজেলা ছাত্রদলের সাবেক সেত্রেটারী রফিকুল আলম সৌরভ,সাবেক আ.লীগের কর্মী রনি, স্থানীয় রুবেল, মাছ শহীদ ও শাহআলম। এরা সবাই গত ৩০ ডিসেম্বর হতে ফ্যাসিবাদের দোসর তাঁতীলীগ নেতা আব্দুল বাসেতের সাথে হাত মিলিয়ে ওই কোম্পানির ভরাটকৃত জায়গার বালু বিক্রি করে দিচ্ছেন।
বালু বিক্রির বিষয়ে জানতে সিরাজ মুন্সী ও ফখরুদ্দিন ভূঁইয়াকে মুঠোফোনে ফোন দিলে তারা বলেন, বালু কারা বিক্রি করছেন তারা জানেন না। তারা এ কর্মকান্ডের সাথে জড়িত নয়।
এ বিষয়ে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, এসব অনিয়মের সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত আছে কিনা খোঁজ খবর নিবেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিউ ইরা ম্যানুফেকচারিং লিমিটেড এর মালিকপক্ষ তাদের ব্যবসায়ীক পরিধি বাড়ানোর জন্য ২০২৩ সালে ফেনী সদর উপজেলার ৬নং কালিদহ ইউনিয়নের ৩নং ওয়াডের্র যাত্রাসিদ্দি এলাকায় “যাত্রাইল দিঘি”তে কিছু পরিত্যক্ত জমি সেখানকার স্থানীয় লোকজন থেকে ক্রয় করেন। পরে ওই জায়গায় কিছু অংশ ২ লাখ ফুট বালু ফেলে ভরাট করা হয়। তখন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদার, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মীর হোসেন দুলাল, সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক নুরুল আফচার,সদস্য সচিব আব্দুল বাসেত,কাজী জুয়েল,ফকির হাটের শেখ ফরিদসহ আরো অনেকে মিলে নিউ ইরা কোম্পানির মালিকপক্ষকে প্রায় সাড়ে ৫০০ ডিসিম জায়গা কিনতে সহযোগিতা করেন। এসব নেতাকর্মীরা তখন দালালি করে কোটি টাকা সুবিধা নেন।
পরে গভীর তদন্তে আরো জানা যায়, আব্দুল বাসেত এর ভাই আলিম ইরা ম্যানুফেকচারিং কোম্পানিতে চাকরি করেন। ভাই থাকার সুবাদে চৌতুর বাসেত কোম্পানির প্রতিনিধিত্ব করার সুযোগ পান। বাসেত ওইসব নেতাকর্মীদের হাত করে কোম্পানির মালিকপক্ষ থেকে জায়গা কিনে দিবে বলে ২ কোটি টাকা নেয়। পরে বাসেত ওই টাকা দিয়ে নিজের নামে ও তার ভাই আলিম এবং একবোনের নামে প্রায় ২০০ ডিসিম জায়গা কিনে নেন। কোম্পানির মালিকপক্ষকে সাড়ে ৩০০ ডিসিম জায়গা বুঝিয়ে দিয়ে বাকি জায়গা পরে বুঝিয়ে দিবেন বলে কালক্ষেপন করতে থাকে। পরে আর জায়গা বুঝিয়ে দেয়নি। সরকার পতনের পর সেখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে হাত করে বালু বিক্রি করছেন। আবদুল বাসেতের দুর্নীতির বিষয়ে স্থানীয়রা সাক্ষী দিবেন বলে জানান।
এ বিষয়ে নিউ ইরা ম্যানুফেকচারিং লি: কোম্পানির মালিক পক্ষের কারো সাথে যোগাযোগ করা যায়নি। তবে কোম্পানির চেয়ারম্যান সৈয়দ তাহসিন হকের ঠিকানা পাওয়া গেলেও মোবাইল নাম্বার না থাকায় যোগাযোগ করা যায়নি। তার বাড়ি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়। বাড়ি নং-২১,রোড-১৩সি বনানী,ঢাকা-১২১৩,গুলশান।
এ বিষয়ে জানতে কোম্পানির প্রতিনিধি মূলহোতা আব্দুল বাসেতকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।
মুল হোতা আব্দুল বাসেত ফ্যাসিবাদের দোসর ও গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় মহিপালে আন্দোলনরত ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি করেন। সে স্কাইনেট ও স্মার্ট ওয়াল্ড ভিশনের প্রোপাইটর। বাসেত আওয়ামীলীগের আমলে বালু বানিজ্য,মাদক ও ভূমিদস্যু হিসেবে চিহ্নিত। সে একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামীলীগে যোগ দেন। ইরা কোম্পানির টাকা আত্মসাৎ করে অল্পদিনে বাড়ি গাড়ির মালিক হোন। সে ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীদেরকে ম্যানেজ করে তার নিজ এলাকাসহ বিভিন্ন জায়গায় সক্রিয়ভাবে চলাফেরা করছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মর্ম সিং ত্রিপুরাকে জানালে তিনি বলেন, জায়গার মালিকপক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বরগুনায় স্বামীকে ধূমপান নিষেধের দ্বন্দ্বের কারণে বিষপানে স্ত্রীর আত্মহত্যা
এ মাসের দ্বিতীয় সপ্তাহে উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
রংপুরকে বড় লক্ষ্য দিলো সিলেট
বাংলাদেশ নিয়ে বিশ্বজুড়ে বেশি করে প্রচার চালাতে বেপজাকে নির্দেশ প্রধান উপদেষ্টার
গোয়ালন্দে পার্পল স্টার ও পার্পল বল বেগুনের এর বাম্পার ফলন
যুক্তরাজ্যে পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনা ব্যবসায়ীদের, কর-বেতন বৃদ্ধির চাপ
দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা-ছেলের
রশিদের রেকর্ড বোলিংয়ে সিরিজ আফগানদের
আশুলিয়ায় তিতাস গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী
স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ থাকা যাবে না: ড. তোফায়েল আহমেদ
বিডিআর হত্যাকাণ্ডে হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে: তদন্ত কমিশন প্রধান
নকলায় নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
দুই বাহু বাড়িয়ে আছে সুন্দরবন পর্যটকদের আনাগনা কম
নানান সুযোগ-সুবিধাসহ বাংলাদেশি শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে পাকিস্তান
রায়পুরে ব্যাটারী চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
রাঙামাটিতে রাবিপ্রিবি'তে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে: ডা. জাহিদ
ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত
মালয়েশিয়ার আদালতে গৃহবন্দির আদেশে জয় পেলেন নাজিব রাজাক