টাঙ্গাইলের জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে পাঠদান
২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম
দেশের প্রাচীন ও সুনামধন্য এবং একশত ৫৫ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলের জাহ্নবী উচ্চ বিদ্যালয় আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্রিটিশ স্থাপত্যকলায় তৈরী বিদ্যালয়ের একমাত্র ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের প্রায় ১৫শত শিক্ষার্থী পড়ালেখা করছে। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সবার দাবি, দেশের এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির ভবন অতি দ্রুত মেরামত ও সংস্কার করা হোক।
জানা যায়, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন জাহ্নবী চৌধুরানী। যিনি মাত্র ১৩ বৎসর বয়সে বিধবা হয়ে ছয় আনী জমিদারীর মালিকানা লাভ করেন। তিনি তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার দ্বিতীয় ইংরেজি (এম,এ) বিদ্যালয় হিসেবে ৩ জুন ১৮৭০ সালে এই বিদ্যালয়টি স্থাপন করেন। এই বিদ্যালয় থেকে ১৮৯৬ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এন্টান্স পরীক্ষায় বাংলা বিহার উড়িষ্যা, আসাম এবং বার্মার মধ্যে প্রথম স্থান অধিকার করেন মহিম চন্দ্র ঘোষ, ১৯২৬ সালে দেবেন্দ্র নাথ ঘোষ মেট্রিক পরীক্ষায় ১ম স্থান, ১৯৬৫ সালে ঢাকা বোর্ড থেকে নিতাই দাস পাল এস এস সি পরীক্ষার ১ম স্থান এবং ১৯৬৯ সালে আশীষ কুমার পাল এস এস সি মানবিক বিভাগে ১ম স্থান অধিকার করেন। ব্রিটিশ স্থাপত্যকলায় তৈরী বিদ্যালয়ের ভবনের দৈর্ঘ্য প্রায় ৩শ ফুট ও দেয়াল ২২ ইঞ্চি পুরু। বর্তমানে মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় ২২ ফুট। ভবনের ভেতরে প্রচুর আলো-বাতাসে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে সেজন্যেই প্রতিষ্ঠার সময় সংকীর্ণ জানালার পরিবর্তে ১০১টি দরজা করা হয়। ১৮৭০ সালে নির্মিত বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের প্রায় ১৫শত শিক্ষার্থী পড়ালেখা করছে। তারা বলেন, বিভিন্ন শ্রেনীকক্ষে ফাটলের কারণে বৃষ্টি হলেই পানি পড়ে। ফলে শিক্ষার্থীরা ঠিকমত ক্লাস করতে পারে না। পাশাপাশি ক্লাস চলাকালীন ভবনের চুন-সুরকির পাষ্টার খুলে শিক্ষার্থীদের মাথায় পড়ে। তাই শিক্ষার্থীরা ভয়ে থাকে। তারা জরুরী ভবনটি মেরামত করার দাবি জানান।
শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন শ্রেনীকক্ষে ফাটলের কারণে একটু বৃষ্টি হলেই পানি পড়ে। ফলে আমরা ঠিকমত ক্লাস করতে পারিনা। পাশাপাশি ক্লাস চলাকালীন সময়েও ভবনের চুন-সুরকির প্লাষ্টার খুলে আমাদের মাথায় পড়ে। তাই আমরা অনেক ভয়ে থাকি। তাই জরুরী ভিত্তিতে ভবনটি মেরামত করার দাবি জানাই।
শিক্ষকরা বলেন, বিদ্যালয়ের ভবনের অফিসসহ বিভিন্ন স্থানের ইট খুলে যাচ্ছে। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এজন্য আমরাও আতংকের মধ্যে পাঠদান করে যাচ্ছি। আমাদের দাবি দেশের এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির ভবন অতি দ্রুত সংস্কার করা হোক।
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিয়া চান বলেন, প্রতিষ্ঠাকালীন মূল ভবনটি একশত ৫৫ বছরের পুরনো হওয়ায় বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। চুন ও সুরকি তৈরি ভবনের বিভিন্ন স্থানে ফাইল ধরেছে। একটি মাত্র ভবন হওয়ায় ছাত্র-ছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ইতোমধ্যেই বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাবসহ বিভিন্ন শ্রেণীকক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
টাঙ্গাইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: ইশতিয়াক ইকবাল হিমেল বলেন, বিদ্যালয় মেরামত ও সংস্কার বিষয়ে এখানো কোন আবেদন পাইনি। আবেদন পেলে জরিপ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
তৃতীয় দফায় বাড়ছে রিটার্ন জমার সময়
গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে শিক্ষক সমিতি : ঢাবি সাদা দল
ধামরাইয়ে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস দুদকের অভিযান, ব্যাপক দুর্নীতির অভিযোগ
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তাওহীদুল ইসলাম ২য়
হাইকোর্টের আদেশ গাছ কাটতে লাগবে অনুমতি
আন্তর্জাতিক বাণিজ্যমেলা মেলায় পণ্য প্রদর্শনীতেই সন্তুষ্ট বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠানগুলো
প্রমীলা ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবীতে জানতার সাথে আয়োজক কমিটির মুখোমুখি সংঘর্ষ আহত ১০
ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে- পরশুরামে রফিকুল আলম মজনু
নতুন ৫ দাবি যোগ করে ফের সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম
হ্যাকিং অ্যাপসে প্রতারনা, সিলেটে এক নারীর ৭ লাখ টাকা রক্ষা করলো পুলিশ
সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
চকরিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন ও চাঁদাদাবীর অভিযোগ ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
টেকসই কৃষি নিয়ে ১০ হাজার চর কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ
সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে- প্রিন্স
জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয়, তা আমরা ৫ আগস্ট দেখেছি: তারেক রহমান
বিটিএমএর নতুন পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ
ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমানো হোক
সামাজিক অগ্রগতিতে জেন জি কতটা ভূমিকা পালন করবে?
মির্জাপুরে ছাগল কান্ডে কেটে ফেলা হয়েছে অর্ধশতাধিক কলাগাছ