গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে শিক্ষক সমিতি : ঢাবি সাদা দল
২৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ এএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ এএম
জুলাই গণঅভ্যুত্থানসহ ক্যাম্পাস ও দেশের নানা যৌক্তিক ইস্যুতে গণবিরোধী ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল মঙ্গলবার শিক্ষক সমিতির ভিসি বরাবর দেয়া চিঠির বক্তব্য প্রত্যাখ্যান করে সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. আব্দুস সালাম এবং প্রফেসর ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরোধিতা এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক সমিতি এখনও নিজেদের বৈধ সমিতি হিসেবে দাবি করে ভিসি বরাবর প্রেরিত পত্রের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা শিক্ষক সমিতির নামে দেয়া এই পত্রের বক্তব্য প্রত্যাখ্যান করছি। উল্লেখ্য যে, ২০২৪ সালের নির্বাচনে নীল দল ছাড়া অন্য কোনো দল ও প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করায় নীল দলের প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
তারা বলেন, গত ২০২৪-এর জুলাই-আগস্টে পরিচালিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় অভ্যুত্থান বিরোধী অবস্থান এবং স্বৈরশাসকের পক্ষে নির্লজ্জ ভূমিকা পালনের জন্য গত আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকবৃন্দ বিনা ভোটে নির্বাচিত তৎকালীন শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করে। শুধু তাই নয় স্বৈরশাসক খুনি শেখ হাসিনার সরকারের পতন ও দেশ ছেড়ে তার পলায়নের ঠিক দুদিন আগে গণ ভবনে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন এবং ছাত্র-জনতার আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি দেয়ায় সাদা দল তৎকালীন শিক্ষক সমিতির নেতৃবৃন্দের বিচার দাবি করে। শিক্ষক সমিতির এই গণবিরোধী ভূমিকার জন্যে ইতোমধ্যেই সংগঠনটি একটি গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে। দেশের বিবেকবান অনেক ব্যক্তিও ইতোমধ্যে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে।
সংগঠনের নেতারা বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করতে চাই যে, শিক্ষক সমিতির নামে দেয়া পত্রে ২০০৭ সালের যে দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তা দেখিয়ে ফ্যাসিস্টের দোসর এই শিক্ষক সমিতিকে বৈধ শিক্ষক সমিতি হিসেবে দাবি করার কোনো সুযোগ নেই। কারণ সেই সময় শিক্ষক সমিতির দায়িত্ব চলমান রাখা হয়েছিল শিক্ষকদের সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে। তাছাড়া সে সময়কার শিক্ষক সমিতির অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বীরোচিত ভূমিকা কেবল শিক্ষক সমাজের কাছেই নয়, গোটা জাতির কাছে ছিল প্রশংসনীয়। কিন্তু বৈধ শিক্ষক সমিতি হিসেবে দাবিদার তথাকথিত এই শিক্ষক সমিতি ইতোমধ্যেই শিক্ষকগণ কর্তৃক প্রত্যাখ্যাত ও দেশবাসী কর্তৃক নিন্দিত হয়েছে।
শিক্ষক সমিতির নেতাদের শাস্তি দাবি করে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের মর্যাদাহানী এবং ঐতিহ্যকে ভুলণ্ঠনকারী ফ্যাসিস্টের দোসর এই শিক্ষক সমিতির নেতৃত্বের দাবিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একই সাথে শিক্ষক সমিতির পরিচয় ব্যবহার করা থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। এছাড়াও তাদের গণবিরোধী ভূমিকা এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি অব্যাহত সমর্থনের জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারে প্রতি আমাদের জোর দাবি পুনর্ব্যক্ত করছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদ আবু বকরের মাগফিরাত কামনায় ঢাবিতে দোয়া মহফিল
বিমানে আগুন লাগাতে পারে পাওয়ার ব্যাংক
যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরও তিন ইউরোপীয় দেশের
স্ত্রী-ছেলেসহ সাদেক খানের ৫০টি হিসাব অবরুদ্ধের আদেশ
সড়কের পাশের গাছ রোপণ ও পরিচর্যায় স্থানীয়দের আন্তরিকতা প্রয়োজন : ভূমি উপদেষ্টা
গ্যাসের দাম না বাড়ানোর দাবি সিরামিকশিল্প মালিকদের
সরকার জনআকাক্সক্ষা পূরণ করতে পারছে না -মজিবুর রহমান মঞ্জু
ডিসেম্বর অথবা ২৬’র জুনে নির্বাচন -রাজশাহীতে ইসি সানাউল্লাহ
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জামায়াতের
কোনো রোহিঙ্গা যেন ভোটার হতে না পারে সতর্ক থাকুন -কেরানীগঞ্জে সমন্বয় কমিটি
অনলাইনে পরিচয় সংঘবদ্ধ ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা
টানা চার মাস রফতানি আয় ৪ বিলিয়ন ডলারের বেশি
ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন ২৮ ফেব্রুয়ারি
সিন্ডিকেট ভাঙতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিন -ইসলামী আন্দোলন বাংলাদেশ
অবৈধপথে ইউরোপে মরণযাত্রা
বিচারবহির্ভূত হত্যার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার
মেডিক্যালে কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত
জানুয়ারিতে বিএনপির অন্তঃকোন্দলে নিহত ৫
জেনিনে শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা
দুর্নীতির মামলায় সাবেক সচিব মুহিবুল হক ও আবেদ আলী গ্রেফতার