আইনি সেবা না দিতে নারী আইনজীবীকে হুমকি
১৮ মার্চ ২০২৫, ০৫:৪২ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম

পেশাগত দায়িত্ব পালন না করতে হুমকি দেয়া হয়েছে সুপ্রিমকোর্ট বারের এক নারী আইনজীবীকে। বিবাদীপক্ষের লেলিয়ে দেয়া একটি সংঘবদ্ধ চক্র প্রথম সুপ্রিমকোর্ট বারের চেম্বারে প্রবেশ করে। পরে কথা বলার ছুতোয় গোপনে তার কথোপকথনের ভিডিও ধারণ করে। নিজেদের ‘সংবাদকর্মী’ পরিচয় দিয়ে তাকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন। পরে আইনজীবীর সে প্রশ্নোত্তরের ডিভিও কেটে- ছেটে নিজেদের সুবিধামাফিক অংশ জোড়া দিয়ে তৈরিকৃত প্রতিবেদন ‘দেশ টিভি’তে অন-এয়ার করে।
অ্যাডভোকেট সাগরিকা নাসরিণ নামক এ আইনজীবীকে নেতিবাচকভাবে তুলে ধরা হয় কথিত ওই প্রতিবেদনে। তাকে ব্ল্যাকমেইল করা হয়। ক্লায়েন্টের পক্ষত্যাগ করার জন্য বিবাদীপক্ষের ভাড়াটে চক্রটি হুমকি-ধামকি প্রদান করে।
অ্যাডভোকেট সাগরিকা ইসলাম জানান, তিনি দেশ টেলিভিশন লি:’র পরিচালক মো: সাদেক হোসেন চৌধুরীর ও ম্যানেজিং ডিরেক্টর আরিফ হাসানের আইনজীবী। সম্প্রতি তিনি ক্লায়েন্টের পক্ষে গত ৬ মার্চ ‘এশিয়াটিক মাইন্ড শেয়ার লি:’র ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলমকে একটি লিগ্যাল নোটিশ দেন। এর পরপরই গত ১১ মার্চ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ‘সংবাদকর্মী’ পরিচয় দিয়ে সাগরিকার সাক্ষাৎ চায়। তিনি তাদের সুপ্রিমকোর্ট বার ভবনের শেরে-ই-বাংলা ভবনস্থ ১০১ নম্বর আমার কক্ষে আসতে বলেন।
কক্ষে প্রবেশকারীদেরকে তিনি আগে কখনো দেখেন নি। সামনে এসেই তারা জানতে চান, সাগরিকা কিভাবে সাদেক হোসেন চৌধুরীর আইনজীবী নিযুক্ত হলেন ? তিনিতো দেশের বাইরে। আরিফ হাসানও কারাগারে। তিনি কিভাবে তাদের আইনজীবী নিযুক্ত হলেন।
সাগরিকা তার স্বভাবসুলভ ভঙ্গিতে যথাসম্ভব বিনয়ের সঙ্গে তাদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমি কি করে মক্কেললের আইনজীবী নিযুক্ত হলাম সে কফৈয়ত কাউকে দিতে বাধ্য নই। এ কথা শুনে উত্তেজিত প্রশ্নকারীরা সাগরিকাকে আপত্তিকর ভাষায় প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন। সাগরিকাকে উত্তেজিত করার চেষ্টা চালান। হেনস্তা করেন। কিন্তু অত্যন্ত ধৈর্য্যরে সঙ্গে সাগরিকা তাদের প্রতিটি প্রশ্নের জবাব দেন। পরে দেখা যায় গোপনে ধারণ করা তার কথোপকথনের ভিডিওটি কাট-ছাট করে ওইদিনই ইচ্ছেমতো ‘নিউজ’ বানিয়ে দেশ টিভিতে সম্প্রচার করে।
সাগরিকা বলেন, আমাকে না জানিয়ে ভিডিও ধারণ করা ফৌজদারি অপরাধ। আমি একজন পেশাদার আইনজীবী। আমাকে অবহিত না করে, আমার আনুষ্ঠানিক কোনো বক্তব্য না নিয়ে সেটি প্রচার করে দুষ্কৃতকারীরা ‘সাইবার অপরাধ’ করেছেন। বিষয়টি আমি সুপ্রিমকোর্ট বারকে জানিয়েছি। সুপ্রিমকোর্টে কর্মরত সাংবাদিক সংগঠনকে জানিয়েছি। ওই ভিডিও ক্লিপ প্রত্যাহার না করলে এখন আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এর আগে সুপ্রিমকোর্ট বারে দেয়া আবেদনে অ্যাডভোকেট সাগরিকা ইসলাম ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, গত ১১ মার্চ সকাল ১১টার দিকে সুপ্রিমকোর্ট বারে আমার ১০১ নম্বর কক্ষে অবস্থান করছিলাম। এ সময় ‘দেশ টিভি সাংবাদিক’ পরিচয়ে ২ জন পুরুষ, একজন নারী-আজিম, মো: মান্না ও সাবরিনা আমার সামনে বসেন। আমার সঙ্গে কথোপকথনের সময় গোপনে ভিডিও ধারণ করে চলে যায়।
এরপর দুপুর ১টা ৩ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে আজিম নামের ব্যক্তি ফোনে আমাকে এ মর্মে হুমকি দেন যে, আমি যেন দেশটিভি’র কারো পক্ষে কিংবা বিপক্ষে আইনি সহায়তা না দিই। সহায়তা করলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আমাকে দেখে নেবেন মর্মে হুমকি দেন।
এর কিছুক্ষণ পরই গোপনে ধারণকৃত আমার কথাবার্তাকে কাটা- ছেঁড়া ও এডিট করে বিকৃতভাবে উপস্থাপন করে দেশটিভিতে একটি প্রতিবেদন অন-এয়ার করে। তারা আমার অজ্ঞাতসারে ভিডিও ধারণ করেছে। প্রচার করেছে। আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। যা তথ্য-প্রযুক্তি আইনসহ ফৌজদারি আইনে শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে তিনি একজন নারী আইনজীবী হিসেবে নির্বিঘ্নে, নিরাপদে আইন পেশা পরিচালনা করার লক্ষ্যে নিরাপত্তা চেয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ইউএসএআইডি বন্ধ করে দেয়া ‘সম্ভবত অসাংবিধানিক’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চায় সউদী, নিন্দা রাশিয়ার

বিচার প্রক্রিয়ায় ধীরগতি

ঈদের ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: এক জনের দোষ স্বীকার, অপরজন কারাগারে

পরিবেশগত ছাড়পত্র না থাকলেই ইটভাটা অবৈধ

অস্ত্র মামলায় ১৭ বছরের দ- থেকে খালাস লুৎফুজ্জামান বাবর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-ইনুসহ সাত জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

তারেক রহমানসহ সব আসামির খালাস আদেশের বিরুদ্ধে আপিল

রাজধানির বিলাসি ব্র্যান্ডের আউটলেটে ভিড় বাড়ছে ক্রেতাদের

ধামরাইয়ে ব্রিজের নিচ থেকে মাটি কেটে নিল দুর্বৃত্তরা

রিমান্ড শেষে কারাগারে পলক, প্রতিমন্ত্রী এনাম ফের রিমান্ডে

হায়রানিমূলক ধর্ষণ মামলায় গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

ইফায় ফ্যাসিস্টের সহচরদের পদোন্নতি দেয়ার পাঁয়তারা

নারীর প্রতি সহিংসতা ভয়াবহতায় রূপ নিয়েছে মহিলা পরিষদ

পাঁচ পণ্য নিয়ে ঢাকায় ‘জনতার বাজার’ উদ্বোধন

ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

ঈদ নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা

জাগপা’র নিবন্ধন ফেরত দিতে ইসিকে নির্দেশ