শেরপুরের শ্রীবরদীতে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শ্রীবরদী উপজেলা ও শহর ছাত্রদলের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী দারুল উলুম লুৎফা আজিজ কওমী মাদরাসার মোহতামিম মুফতি মাহবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।
এছাড়া বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আপেল, সদস্য সচিব রুকুনুজ্জামান রোকন, শহর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খান প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও কোরআন শরীফ বিতরণ করা হয়।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহবুর রহমান।