শেষ হচ্ছে ম্যান সিটিতে ডে ব্রুইনে অধ্যায়
০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:০০ এএম

ম্যানচেস্টার সিটির শীর্ষ পর্যায়ে উঠে আসা এবং অনেক সাফল্য অর্জনের পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান, তাদের একজন কেভিনো ডে ব্রুইনে। সিটির জার্সিতে সামনের মৌসুমে আর দেখা যাবে না বেলজিয়ামের এই মিডফিল্ডারকে।
চলতি মৌসুমটা একদম ভালো যাচ্ছে না ৩৩ বছর বয়সী ডে ব্রুইনের। চোট আর ফর্মহীনতা মিলিয়ে ইতিহাদে শেষের ধ্বনি শুনে ফেলেছেন তিনি। বাস্তবতা মেনে শুক্রবার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ঠিকানা বদলের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি।
“সব গল্পের একটা শেষ আছে, তবে নিশ্চিতভাবেই এটা এর সেরা অধ্যায়। ফুটবল আমাকে আপনাদের কাছে এনেছে-এবং এই শহরে এনেছে। আমি আমার স্বপ্নকে তাড়া করেছি, এই অধ্যায় আমার জীবন বদলে দেবে, সেটা না জেনেই। (আর এটা করেছে) এই ক্লাব, এই শহর।”
“এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। বিনিময়ে তাদেরকে আমার সবকিছু দেওয়া ছাড়া উপায় ছিল না। এতে ভাবুন কী হলো-আমরা সবকিছু জিতলাম।”
২০১৫ সালে ভলফসবুর্ক থেকে সিটিতে যোগ দিয়ে নিজেকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন ডে ব্রুইনে। পরের বছর পেপ গুয়ার্দিওলা দায়িত্ব নেওয়ার পর, তার কোচিংয়ে দলের মাঝমাঠের মধ্যমণি হয়ে ওঠেন তিনি।
এরপর ক্লাবটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ ও ২০২৩ সালে অধরা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৬টি শিরোপা জিতেছেন ডে ব্রুইনে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১৩ ম্যাচে করেছেন ১০৬ গোল।
গত চার মৌসুমেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতে রেকর্ড গড়ে গুয়ার্দিওলার দল। সেই তারাই চলতি মৌসুমে ভীষণ ভুগছে। কোনোকিছুই যেন ঠিকঠাক হচ্ছে না তাদের। এর পেছনের অন্যতম বড় কারণ ডে ব্রুইনের চোট।
বছর দুয়েক ধরেই চোটে ভুগছেন ডে ব্রইনে। গত মৌসুমে প্রায় পাঁচ মাস ছিলেন মাঠের বাইরে। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পারেন মাত্র ২৬টি ম্যাচ। আর চলতি মৌসুমে মাত্র ১৯টি ম্যাচে শুরুর একাদশে দেখা গেছে তাকে।
গত গীষ্মে ডে ব্রুইনের সউদী আরবের কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ওঠে। তখন তিনি যেকোনো কিছুই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। এবার শেষের বার্তাই দিয়ে দিলেন ডে ব্রুইনে।
“আমাদের ভালো না লাগলেও, এখন সময় হয়েছে বিদায় বলার। (ডে ব্রুইনের তিন সন্তান) সুরি, রোম, ম্যাসন, (ডে ব্রুইনের স্ত্রী) মিশেল ও আমি এই ক্লাবের কাছে কৃতজ্ঞ, আমাদের কাছে এখানকার গুরুত্ব অনেক। ম্যানচেস্টার সবসময় আমার বাচ্চাদের পাসপোর্টে থাকবে-এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ, আমাদের হৃদয়ে থাকবে।”
“এটাই সবসময় আমাদের ঠিকানা থাকবে। এই ১০ বছরের পথচলার জন্য এই শহর, ক্লাব, এখানকার স্টাফ, সতীর্থ, বন্ধুদের আমরা যতই ধন্যবাদ জানাই না কেন, তা যথেষ্ট নয়।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন