বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের কিছু সংস্কার কাজ করছেন। প্রয়োজনীয় সংস্কার কাজে বিএনপি'র সমর্থন রয়েছে। তবে অন্তর্বর্তী কালীন সরকারকে অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে।
তিনি আজ বিকেলে হযরতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপি'র এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন,দীর্ঘ ১৬ বছর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। বিএনপিতে চাঁদাবাজি চলবে না, মাদক ব্যবসা চলবে না, জায়গা- জমি দখল করা চলবে না। বিএনপি'র নাম ভাঙ্গিয়ে যদি কেউ এসব অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার জায়গা বিএনপিতে হবে না। এসব অপরাধীর সাথে কেউ জড়িত থাকলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা হবে।
আমান উল্লাহ আমান আরো বলেন, বিএনপি একটি ভাল মানুষের দল। যার হাত দিয়ে দেশের সর্ব বৃহত্তম রাজনৈতিক দল এই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রনাঙ্গনের একজন বীর মুক্তি যোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় একজন সেক্টর কমান্ডারও ছিলেন। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর এই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। ইতিমধ্যেই দুই এক জন এলাকায় ভোট চাওয়া শুরু করেছেন। আগামীতে ঢাকা- ২ আসন থেকে ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। আপনারা তার জন্য প্রস্তুত হয়ে যান। তিনি গত ২০১৮ সালে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -২ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসররা তার উপর কিভাবে বর্বর হামলা চালিয়েছিল তা আপনারা দেখেছেন । তাকে জোর করে সেই নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছিল। আপনারা সজাগ থাকবেন। আগামীতে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।
হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিমের সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, হযরতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম টুলু, বিএনপি নেতা মোহাম্মদ মোজাম্মেল হক, নাজিম আহমেদ,আরিফুর রহমান মিন্টু, মোঃ আনোয়ার হোসেন ও স্বেচ্ছাসেবকদল নেতা ওয়ালিউল্লাহ সেলিম মুখ।