বরিশালে শেষ বসন্তে তাপমাত্রার পারদ ২-৪ ডিগ্রী ওপরে দাবদহে জনজীবনে অস্বস্তি বাড়ছে
০১ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম

শেষ বসন্তের দাবদহে পুড়ছে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চল। তাপমাত্রার পারদ স্বাভাবিকের ২-৪ ডিগ্রী সেলসিয়াস ওপরে উঠে যাচ্ছে। বরিশালের উত্তর সীমান্তের ফরিদপুর অঞ্চলে তাপ প্রবাহ চলছে। ফেব্রুয়ারীতে বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিকের ৯৫% ঘাটতির পরে মার্চ যুড়েও বরিশালে বৃষ্টির কেন দেখা মেলেনি। তাপ প্রবাহের বিরূপ প্রভাব পড়ছে জনজীবনেও।
তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে উঠে যাওয়ায় শেষ রমজানে ঈদের বাজারে যেমনি বিরূপ প্রভাব সুস্পষ্ট সুস্পষ্ট ছিল, তেমনি ঈদের দিন ও পরের দিনও অনেকেই আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ঘর থেকে বের হতে সাহস করেন নি।
দিন কয়েক আগেই মাঝ বসন্তে বরিশালে সর্বনি¤œ তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৫ ডিগ্রী সেলসিয়াস নিচে নেমে গেলেও কয়েকদিনের ব্যবধানেই তা ৫ ডিগ্রী ওপরে উঠে যায়। তাপমাত্রার এ ব্যপক তারতম্যে বরিশাল সহ সন্নিহিত এলাকা যুড়ে জলবায়ুর পরিবর্তনও সুস্পষ্ট। তবে আবহাওয়া বিভাগের বুলটিনে আগামী ৩দিনে সারাদেশের সাথে বরিশালেও তাপমাত্রার পারদ আরো কিছুটা ওপরে ওঠার পরে ৪র্থ দিনে হ্রাস পাবার বার্তা দেয়া হয়েছে।
লঘুচাপরে বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমের স্বাভবাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে আবাহাওয়া বিভাগের বুলেটিনে বলা হেয়েছে।
এদিকে অস্বাভাবিক তাপপ্রবাহে জনস্বাস্থ্যের সাথে কৃষির ওপরও বিরূপ প্রভাব পড়ছে। চলতি বছরের শুরু থেকে মার্চের মধ্যভাগ পর্যন্ত নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শুধু সরকারী হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছেন প্রায় ৫ হাজার নারী-পুরুষ ও শিশু। এরমধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। আর গত জানুয়ারী থেকে মার্চের শেষভাগ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে সরকারী হাসপাতাল সমুহে ভর্তির সংখ্যাটা প্রায় ১৮ হাজারের কাছে।
সদ্য বিদায়ী মার্চ মাসে বরিশালে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা ৩২.২ ডিগ্রীর স্থলে গত ২৮ মার্চ ৩৭ ডিগ্রী অতিক্রম করে। অপরদিকে সর্বনি¤œ স্বাভবাবিক তাপমাত্রা ২০ডিগ্রী সেলসিয়াসের স্থলে ৩০ মার্চ প্রায় ২৭ ডিগ্রীর কাছে পৌছে যায়।
তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় ওপরে থাকায় এবার গমের উৎপাদন ব্যহত হয়েছে। শীত প্রধান অঞ্চলের এ ফসল কাঙ্খিত ঠান্ডা না পাওয়ায় উৎপাদন লক্ষ্যে পৌছান নিয়ে চিন্তিত কৃষি যোদ্ধাগন। এমনকি মাঠে থাকা বোরো সহ বিভিন্ন রবি ফসলের বৃদ্ধি সহ উৎপাদন নিয়েও শংকা বাড়ছে। চলতি রবি মৌসুমে বরিশাল অঞ্চলে ১৮ লাক্ষাধিক টন বোরো চাল ঘরে তোলার লক্ষ্যে প্রায় ৪ লাখ হেক্টরে আবাদ শেষ হয়েছে। কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে যাওয়ায় উৎপাদন নিয়ে শংকার সাথে স্বাভাবিক বৃষ্টিপাতের অভাবে বাড়তি সেচের কারণে উৎপাদনব্যায় বৃদ্ধিরও আশংকায় ভুগছেন কৃষকগন।
বিগত বর্ষা মৌসুম থেকেই বরিশাল সহ সন্নিহিত এলাকায় আবাহওয়ার নানা বৈপরিত্য লক্ষ্যনীয় ছিল। বর্ষায় বৃষ্টির আকাল শরত পেরিয়ে হেমন্তের মধ্যভাগ পর্যন্ত অব্যাহত থাকার পরে গত অক্টোবরে ভারতের অন্ধ্র উপক’লে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ব্যাপক বর্ষণ উঠতি আউশ সহ সদ্যরোপা আমনের সাথে আগাম সবজিরও ক্ষতি করে।
অথচ মূল বর্ষা মৌসুম যুড়েই বরিশাল সহ সন্নিহিত এলাকায় বৃষ্টিপাতের ঘাটতির পরে হেমন্তের অকাল প্রবল বর্ষণে মাঠে থাকা সব ফসলই যথেষ্ঠ ক্ষতির কবলে পরে।
কিন্তু নভেম্বর থেকে বৃষ্টিপাতের পরিমান আবার স্বাভাবিকের নিচে নেমে আসে। এমনকি ডিসেম্বরে বরিশালে বৃষ্টিপাতের পরিমান ছিল স্বাভাবিকের ৭০% কম। জানুয়রীতেও পরিস্থিতি প্রায় একই থাকার পরে ফেব্রয়ারীতে বরিশালে বৃষ্টিপাতের পরিমান ছিল স্বাভাবিকের ৯৫% কম। মার্চেও পরিস্থিতি প্রায় একই। এমনকি মঙ্গলবার থেকে শুরু হওয়া এপ্রিল যুড়েও ‘স্বাভাবিকের কিছুটা কম’ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভবাগ।
ফলে আসন্নপ্রায় গ্রীষ্ম মৌসুমে বরিশাল অঞ্চলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে থাকার আশংকা ক্রমে সুস্পষ্ট হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক আবহাওয়াবীদগনও এ বিষয়ে দ্বিমত পোষন করেন নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

জকিগঞ্জে অটোরিকশা চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপি কারো উপর নির্যাতন করতে চায় না' : শামা ওবায়েদ

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডনের হাইকোর্ট

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে যা বললেন মোদি

শেষ হচ্ছে ম্যান সিটিতে ডে ব্রইনে অধ্যায়

মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান ড. ইউনূসের

যারা ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা আ.লীগের দোসর

বিমসটেকের আগামী সম্মেলন নিয়ে যে প্রস্তাব দিলেন ড. ইউনূস

ইংল্যান্ড দলে আরেক ধাক্কা

ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে চান না বেশিরভাগ আমেরিকান