জুলাই অভ্যূত্থানে গুলিবিদ্ধের ৮ মাস পরে মারা যাওয়া হৃদয়ের পরিবারের পাশে জেলা প্রশাসক
০৭ এপ্রিল ২০২৫, ০৯:০০ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০০ এএম

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর জখম প্রাপ্ত গত দুইদিন আগে পটুয়াখালীর বাউফলে চিকিৎসাধীন অবস্থায় মৃত হৃদয়ের (১৭) স্বজনদের সহানুভূতি জানাতে তাদের বাড়িতে আজ রবিবার গেলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন ।
জুলাই অভ্যূত্থানে ঢাকার যাত্রাবাড়ী এরিয়ায় মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন যন্ত্রণা ভোগের প্রায় ৮ মাস পরে গত দুইদিন আগে শুক্রবার বাউফল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আশিকুর রহমান হৃদয়। গতকাল শনিবার সকালে তাকে দাফন করা হয় নিজ বাড়িতে।
আজ রোববার দুপুরে হৃদয়ের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের বাড়ীতে জেলা প্রশাসক পৌছলে হৃদয়ের পিতা রিক্সা চালক আনসার হাওলাদার কান্নায় ভেঙে পড়েন। এসময় জেলা প্রশাসক তাকে শান্তনা দেন এবং স্বজনদের সহানুভুতি জ্ঞাপন করেন। তিনি একটি নতুন রিক্সা কিনে হৃদয়ের বাবার হাতে তুলে দেন এর আগে জেলা প্রশাসক নিহত হৃদয়ের কবর জিয়ারত করেন।
এসময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন জুলাই আন্দোলনে আহত হৃদয়ের আরেক ভাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পরামর্শ দেন । এজন্য তিনি কিছু নগদ অর্থ সহায়তাও দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো.আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘একজন সাহসী তরুণের মৃত্যুর খবর আমাদের নাড়া দিয়েছে। তার পরিবারের কষ্ট লাঘবে আমরা যতটুকু সম্ভব সহায়তা করছি। একজন বাবা যেন সন্তান হারিয়ে সম্পূর্ণ ভেঙে না পড়েন, সেজন্য তাকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে। এছাড়া তার ছোট ছেলের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, সেটিও আমরা নিশ্চিত করব।’
তিনি আরও বলেন, ‘সরকার সবসময় মানুষের পাশে আছে। বিশেষ করে যারা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তাদের পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।’
হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, আহত হওয়ার ২/৩ মাস পর তাদের এলাকার বাসিন্দা জামায়তের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ ওর চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দিয়েছিলেন। আর মারা যাওয়ার পর বাউফল উপজেলা সহকারি কমিশরার (ভূমি) বাড়ি এসে দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা দিয়েছিলেন বলে জানান।
হৃদয়ের বড় ভাই সোহাগুল ইসলাম আনিস জানান,তিনি ঢাকায় মিস্ত্রির কাজ করেন তার যাত্রাবাড়ীর বাসায় ১৩ তারিখ হৃদয় পটুয়াখালী থেকে ঢাকায় যায়। পূর্ব পরিচয় থাকায় হৃদয় ঢাকার রাজপথে বাউফলের ঢাকায় অবস্থানকারী ছাত্রদের সাথে ১৬ জুলাই থেকে আন্দোলনে অংশ গ্রহন কর।১৭ তারিখ আমি ওর আন্দোলনে যাওয়ার কথা শুনে তাকে নিষেধ করলেও ও তা শুনেনি।জুলাই ১৮ তারিখ আমি কাজে থাকা অবস্থায় আমার কাছে ফোন আসে যে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে ঢাকা মেডিকেলে আছে। পুলিশের তিনটি গুলি তার মাথায় ছিল। তৎকালিন সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়ে লুকিয়ে লুকিয়ে চিকিৎসা নেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা তার মাথা থেকে ২টি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় একটি গুলি বের করতে পারেনি। এতে পুরোপুরি সুস্থ্য হতে পারেনি হৃদয়। বিভিন্ন সময় অস্থির হয়ে পড়তেন হ্রদয় , প্রচন্ড জ্বর উঠত,গত বুধবার হৃদয় অসুস্থ্য হয়ে পড়েন। গতশুক্রবার বেলা ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বিকেল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

'সব দলই দেখলাম, অহন জামায়াত কি করে দেহি’

প্রতিষ্ঠাবার্ষিকী আর বাংলা নববর্ষ একসঙ্গে পালন করবে ইটিভি

চট্টগ্রামে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে সিএমপি’র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

কেরানীগঞ্জে ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০

কুমিল্লায় এবার সুদখোরের পক্ষ নিয়ে নারী লাঞ্ছিতের ঘটনায় ভাইরাল বিএনপি নেতা

বরগুনায় পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ১

রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার

১২ দিনে ১২ হাজার ৮৩৮ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা

‘ভাসানী জনশক্তি পার্টি’ নামে আরেকটি দলের আত্মপ্রকাশ

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

বিগত ১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল: সারজিস

বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় অংশ নিয়েও রোমান হত্যার আসামী আল-আমিন

শোভাযাত্রার নাম পরিবর্তনে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, ব্যাখ্যা দাবি

৮ দফা দাবিতে নোয়াখালীর কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ৬ষ্ঠ দিনে চলছে

১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বাতিল করা হচ্ছে ১০টি অর্থনৈতিক অঞ্চল

বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের বিবৃতি চারুকলা ইনস্টিটিউটে “ফ্যাসিষ্ট মুখাকৃতি ও শান্তির পায়রা” জ্বালিয়ে দেয়ার বিরুদ্ধে

আবুধাবিতে খুন হন বিশ্বনাথে ফয়জুল

সব মসজিদে একই সময়ে জুমার নামাজ, নির্দেশনা ইফা’র

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৪২১তম পরিষদ সভা অনুষ্ঠিত