শুরু হলো অ্যাসেসমেন্টের কাজ, শীঘ্রই খোলা হবে নতুন হল
০৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছেলে শিক্ষার্থীদের নতুন হলের অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়েছে। শীঘ্রই হল খোলা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান, সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং ইন্জিনিয়ারিং দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ২০১৮ সালের জুলাই মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ 'পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্প' নামে ৪৮০ কোটি ৬০ লাখ টাকার বাজেট পাস হয়। যার মধ্যে ১০ তলা ২টি আবাসিক হল, ১২ তলা দুটি একাডেমিক ভবনসহ মোট ৭টি উঁচু বিল্ডিংয়ের কাজ রয়েছে।
তিন বছর মেয়াদি এই প্রকল্প ২০২১ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। পরে বিভিন্ন কারণ দেখিয়ে আরও ৩ বার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় যার মেয়াদ ছিল ২০২৪-এর ৩০শে জুন পর্যন্ত। কিন্তু ২০২৪ এর জুনেও কাজ শেষ না হলে সেপ্টেম্বরের ৩১ তারিখ পর্যন্ত কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়। সেপ্টেম্বরের মধ্যে ভবনগুলোর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও সরকার পরিবর্তনের পর নির্মাণাধীন ভবনগুলোর জন্য তদন্ত কমিটি করা হয়। ফলে তদন্ত কাজের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল, একাডেমিক ভবনসহ কয়েকটি ভবন হস্তান্তরের কাজ আটকে যায়। যার ফলে দ্রুত সময়ের মধ্যে আবাসিক হল এবং একাডেমিক ভবন খুলে দেয়ার জন্য আবেদন জানায় শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, নতুন উপাচার্য যোগদানের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে ভবনগুলো বুঝে নেয়ার জন্য উপাচার্যকে চিঠি দেন। তবে ভবনগুলো ঠিক করে হয়েছে কিনা সেটা তদন্ত না করে ভবনগুলো বুঝে নিতে উপাচার্য অস্বীকৃতি জানান।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকেও একটি অ্যাসেসমেন্ট কমিটির মাধ্যমে ভবনগুলোর তদন্ত করে বুঝে নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়। এরপর ২২শে ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিমকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মকে সদস্য সচিব করে তিনি বিশ্ববিদ্যালয়ের তিনজন বিশেষজ্ঞ শিক্ষক দিয়ে পাঁচ সদস্যের অ্যাসেসমেন্ট কমিটি করা হয়। অ্যাসেসমেন্ট কমিটি ১৫-১৭ জানুয়ারি ভবনগুলোর প্রাথমিক পরিদর্শনে আসেন। এরপর ভবনগুলোতে হ্যামার টেস্ট এবং ফ্রেও স্ক্যানার টেস্টসহ কিছু পরীক্ষা করে অ্যাসেসমেন্ট কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে টেকনিক্যাল রিপোর্ট দিবেন বলে জানা যায়।
অ্যাসেসমেন্টের কাজ শুরুর সময়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত কাজ শুরু করেছি। আমরা ভবনগুলোতে হ্যামার টেস্ট এবং ফ্রেও স্ক্যানার টেস্টসহ কিছু পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু করেছি। বিভিন্ন জটিলতার কারণে আমরা সে যন্ত্রগুলো এখনও হাতে পাইনি। আরো কয়েকদিন সময় লাগবে এগুলো পেতে। তার জন্য আমরা ওই কোম্পানির যন্ত্র গুলো ব্যবহার করে আজ থেকে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছি। আশা করি দ্রুতই শেষ হবে এই কাজ । সব কিছু ঠিক থাকলে আমরা অল্প দিনের মধ্যেই আমাদের হলগুলো খুলে দিতে পারব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

এএসসিএপি অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ

আনোয়ারায় মধ্যরাতে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

নিজেকে দেবী দাবি উর্বশীর! ক্ষোভে ফুঁসেছেন ব্রহ্ম পুরোহিত

শার্শায় বিএনপির দুই নেতার সব পদ স্থগিত

আজ বিশ্ব সৃজনশীলতা-উদ্ভাবন দিবস

তুচ্ছ ঘটনার জেরে উখিয়া কলেজের শারীরিকবিদ্যা বিভাগের শিক্ষক নিহত, আটক-১

ক্যানসারে আক্রান্ত ব্যারিস্টার রাজ্জাককে হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি, আশা ট্রাম্পের

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চায় হেফাজতে ইসলাম

প্রধান উপদেষ্টা চার দিনের সফরে কাতার যাচ্ছেন আজ

ঝিকরগাছায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি মঙ্গলবার

এবার লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

খুলনায় ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে স্থানীয়দের বাধা, আটক ১

কোরবানিতে ঝড় তুলবে তিন তারকার 'ইনসাফ'

বিজিবির বাধায় সীমান্তে মাটি কাটা বন্ধ করল বিএসএফ

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন কর্নেল তানভির হোসেন

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ৩৭৮ টন আলু

শি জিন পিংকে তাজা আম পাঠাবেন প্রধান উপদেষ্টা

মতলবে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ টোল আদায়কারীকে ৩০ হাজার জরিমানা