আবারো সক্রিয় ফ্যাঁসিবাদের দোসর পরিতোষ, কবির ও মোস্তফা সিন্ডিকেট -মাঠ পর্যায়ে চাষিদের অসন্তোষ
দেশের একমাত্র স্বনির্ভর খাত লবণ নিয়ে আবারো কলকাঠি নাড়তে শুরু করেছে স্বৈরাচারের দোসর আওয়ামী দুর্বৃত্তরা। প্রতিবছর লবণ মৌসুম শুরুর আগে পার্শ্ববর্তী ভারতের লেজুড় পরিতোষ, কবির ও মোস্তফা সিন্ডিকেট কৌশলে লবণ সলকট দেখিয়ে ভুল তথ্য পরিবেশন করে লবণ আমদানীর পাঁয়তারা করে থাকে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ওই দালাল সিন্ডিকেটের প্ররোচনায় শিল্প মন্ত্রনালয়ে লবণের চাহিদা নিরোপন বিষয়ে সভায় কথিত লবণের সংকট দেখিয়ে আমদানীর বিষয়ে...