দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর সালথার সেই সড়ক থেকে সরানো হলো নিম্নমানের ইট
দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি থেকে রসুলপুর বাজারের সেই নির্মাণাধীন কয়েক কিলোমিটার সড়কের কাজের সেই নিম্নমানের ইট ও বালি সরানো হয়েছে। এখন ভালোমানের ইটের খোয়া দিয়ে সেই সড়কের কাজ করা হচ্ছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।
শনিবার (২৯ জুন) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী দৈনিক ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও...