তারাকান্দায় দাড়িয়ে থাকা ড্রামট্রাকের পিছনে ধাক্কা দিয়ে অটোচালক নিহত
ময়মনসিংহের তারাকান্দায় (ময়মনসিংহ-হালুয়াঘাট)আঞ্চলিক সড়কটিতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রামট্রাকের পিছনে ধাক্কা দিয়ে মো. ইউসুফ আলী(৪৫)নামের এক অটোচালক নিহত হয়েছেন।
নিহত মো. ইউসুফ আলী ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা গ্রামের মৃত আঃগফুরের ছেলে।
শনিবার(২৩ মার্চ)রাত ৯ টায় ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কটির মধুপুর বটতলা নামক স্থানে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে,চাকা পাংচার হয়ে ময়মনসিংহগামী একটি বিকল ড্রামট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় তারাকান্দা...