আজ চলছে মৌকরা দরবার শরীফের ৭৮ তম মাহফিল
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দরবার শরীফের ২ দিন ব্যাপী ৭৮ তম বার্ষিক ইসালেহ সওয়াব মাহফিলের আজ প্রথম দিন। মৌকরা দরবার শরীফের পীর মাওলানা শাহ মুহাম্মদ অলিউল্ল্যাহ রহমত উল্লাহ এর ১৮ তম ইন্তেকাল ফরমালেন বার্ষিকী উপলক্ষে আজ পহেলা মার্চ শুক্রবার ও আগামী ২মার্চ শনিবার মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে লাখো মানুষের আগমন ঘটে।
মৌকারা দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ নেছারউদ্দিন ওয়ালিউল্লাহী এর সভাপতিত্বে ওয়াজ...