বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শুক্রবার পুরানা পল্টন মোড় থেকে মিছিল শুরু করে প্রেসক্লাব-তোপখানা ঘুরে আবারও পল্টনে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশ করে জোটের নেতাকর্মীরা। সমাবেশে ৩ মার্চ থেকে সপ্তাহব্যাপী সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন নেতারা। এর মধ্যে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন...