বাংলাদেশি ২৩ নাগরিককে দুই দিনেও ফেরত দেয়নি ভারতীয় বিএসএফ
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে আটক ২৩ বাংলাদেশি নাগরিককে দুইদিনেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ বিষয়ে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সীমান্তে বিজিবি-বিএসএফে’র পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এদিকে আটককৃতদের স্বজনরা সীমান্ত ফাঁড়ির কাছে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি আবার ফিরে আসবে। আটককৃতরা হলেন-জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০),...