বরিশালে অর্থ বছরের প্রথম ৬ মাসে কৃষি ব্যাংক ৭শ কোটি টাকা ঋণ বিতরন করল
অর্থ বছরের প্রথম ৬ মাসে বরিশাল অঞ্চলে রাষ্ট্রয়ত্ব কৃষি ব্যাংকের ১৩০টি শাখা প্রায় ৭শ কোটি টাকা কৃষি, শষ্য, এসএমই এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋন বিতরনের পাশাপাশি প্রায় ৬৫৫ কোটি টাকা আদায়ে সক্ষম হয়েছে। এমনকি মাত্র ৪% সুদে মসলা জাতীয় ফসল উৎপাদন আরো কয়েকটি খাতে ঋণ বিতরন করেও রাষ্ট্রয়ত্ব বিশেষায়িত এ ব্যাংকটির বরিশাল বিভাগের ১৮টি শাখা লোকশান কাটিয়ে মুনফায় ফিরে...