উষ্ণতার খুঁজে হাকালুকিতে এসে লোভী শিকারীর ফাঁদে পড়ে মরছে যাযাবর পাখি !
শীতের তীব্রতা থেকে গা-বাঁচাতে শীত প্রধান দেশ থেকে উষ্ণতার খুঁজে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিকে আবাস্থল হিসেবে বেছে নেয় যাযাবর পাখিরা। তবে বিষটোপসহ শিকারিদের বিভিন্ন ধরনের ফাঁদে পড়ে মারা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। অনেকে সামান্য বাড়তি রোজগারের লোভে হাকালুকিতে সুযোগ বুঝে নানা ফাঁদ পেতে এসব পাখি মারছেন লোভী শিকাররা। এতে হাওরের অভরায়ন্য পাখিদের জন্য ঝুঁকির কারন হয় উঠছে।
জানা যায়, হাকালুকি...