বিমানের লাইফ জ্যাকেটে ৪ কোটি টাকার গয়না
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে সাড়ে চার কেজি ওজনের স্বর্ণের গহনা উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক দাম চার কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টা ৭ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৫২) বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের...