যুবদলনেতার ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসার ছবি ভাইরাল, সমালোচনা
হাসপাতালের মেঝেতে গুরুতর অসুস্থ হয়ে কাতরাচ্ছেন যুবদল নেতা। অসুস্থ অবস্থায় দুটো পা ভাজ করে শুয়ে আছে। পায়ে তার ডান্ডাবেড়ি। দুই পায়ে ডান্ডাবেড়ি থাকাতে দুই পা সোজাও করতে পারছে না। এছাড়া এক হাতে ঝুলছে হাতকড়া। অন্যহাতে ইনজেকশনের ক্যানোলা। দুই পায়ের মাঝখানে পড়ে আছে ‘ক্যাথেটার’। রক্তমিশ্রিত প্র¯্রাব সেখানে জমা হচ্ছে। ডান্ডাবেড়ি আর হাতকড়া পরিয়ে যুবদলনেতা চিকিৎসা দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে...