চাঁদপুরে যুবলীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
চাঁদপুরের মতলবে উত্তরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে যুবলীগকর্মী নিহতের ঘটনায় মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (৪ অক্টোবর) দুপুরে মতলব উত্তর আমলি আদালতের বিচারক নাজমুল হাসান চৌধুরী তার জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন। সকালে তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেন করেন। এর আগে এ মামলায় তিনি আড়াই মাস কারাগারে ছিলেন।
চলতি...