একের পর এক মামলার গ্যাঁড়াকলে সিলেটর বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা নুনু মিয়া
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও তার পিএস দবির মিয়ার বিরুদ্ধে দায়ের হচ্ছে একের পর এক মামলা । গতকাল (সোমবার) একদিনে আরও দু’টি মামলা করা হয়েছে আদালতে । ওই দুই মামলাসহ মোট ৮টি মামলায় অভিযুক্ত হলেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। একের পর এক মামলা দায়েরের ফলে অস্বস্তিতে দিন যাপন করছেন চেয়ারম্যান নুনু মিয়া । এ নিয়ে...