মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্প: বন, পাহাড় ও জীব বৈচিত্র্য ধ্বংসের আশংকা
দৃষ্টিনন্দন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সাবরাং ইউনিয়নের পশ্চিম মুন্ডার ডেইল এলাকা তীব্র ঢেউর আঁছড়ে প্রচন্ডভাবে ক্ষতবিক্ষত ! কর্তৃপক্ষের উদাসীনতার কারনে, `সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়` এর ঘটনা ঘটতে পারে! গত মাসে মেরিন ড্রাইভ টেকনাফের সাবরাং অংশসহ প্রায় ১৫ টি অংশে তীব্র ভাঙ্গনের ফলে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সৈকতের বালি দিয়ে `জিও ব্যাগ সিস্টেম` দ্বারা এরুপ ভাঙ্গন রোধ...