ঢাবিতে ক্যান্টিন-ফার্মেসির দাবিতে মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল ও মোকাররম ভবন এলাকায় ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও ফার্মেসী স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন দোয়েল চত্বরে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স কমিউনিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো- কার্জন হল এলাকায় ক্যাফেটেরিয়া ও ফার্মেসী অথবা ভেন্ডিং মেশিন এবং মোকাররম ভবন এলাকায় ক্যান্টিন...