পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি এবি পার্টির
অবিলম্বে পদত্যাগ ও অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবন চত্বরে গতকাল এবি পার্টি আয়োজিত ১দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে দলের সদস্য-সচিব মজিবুর রহমান মঞ্জু এ দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ...