ফেনীতে মুহুরী নদীর ওপর ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ
ফেনীর পরশুরাম উপজেলায় প্রবাহমান মুহুরী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। তিন দশক আগের এ সেতুটি সংস্কার না করায় জং ধরে মরিচা পড়ে গেছে। পাটাতন ক্ষয় হয়ে যাচ্ছে, নাটবল্টু খুলে যাচ্ছে। ভারী যানবাহন চলাচলে সেতু কেপে ওঠে। সেতুর প্রশস্থতা কম হওয়ায় নিত্য যানজট লেগে থাকে। গাড়িতে থাকা যাত্রী ও চালকরা থাকেন চরম আতঙ্কে। সেতুর কাছে নেই কোনো সতর্কীকরণ সাইনবোর্ড।...