পূর্ণিমার ভরা কোটালে ভর করে ফুসে ওঠা সাগরের জোয়ার ও বৃষ্টিতে বরিশাল অঞ্চলের সবগুলো নদীর পানি বিপদ সীমার ওপরে
শ্রাবনের পূর্ণিমার ভরা কোটালে ভর করে ফুসে ওঠা সাগরের জোয়ারের সাথে গত কয়েক দিনের মাঝারী থেকে ক্ষনস্থায়ী ভারী বর্ষণে বরিশাল অঞ্চলের সবগুলো নদ-নদী দুকুল ছাপিয়ে বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে। খোদ বরিশাল মহানগরীর অনেক এলাকা গত দুদিন ধরে বৃষ্টি আর কির্তনখোলার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ভঙ্গুর পয়ঃনিস্কাশন ব্যাবস্থার সাথে কির্তনখোলা নদী পানি গ্রহন না করায় নগরীর অনেক রাস্তাঘাটই গত তিন...