নেছারাবাদে জমি-জমা বিরোধে শতাধিক মানুষের যোগাযোগর ভরসা সরকারি পুল ভেঙ্গে দিল তিন বোন
নেছারাবাদে জমি-জমা বিরোধের জের ধরে ১৪টি পরিবারের জন্য সদ্য নিমৃত যোগাযোগ একমাত্র ভরসা সরকারি পুল ভেঙ্গে দিল প্রতিপক্ষ। এতে ওই পরিবার সহ প্রতিনিয়ত পুল দিয়ে যাতায়াত করা শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। গত সোমবার প্রকাশ্য রিনি,মিনি ও মাহিনুর নামে তিন বোন লোহার ভিমের উপর কাঠের তক্তার পাটাতনের পুলটি ভেঙ্গে ফেলেছেন।...