‘মোখা’র আতংকে একটি নির্ঘূম রাত অতিবাহিত করে স্বস্তিতে দক্ষিণ উপক’লবাসী
ঘূর্ণিঝড় ‘মোখা’র আতংকে দক্ষিণ উপক’লবাসী একটি নির্ঘূম রাত কাটিয়ে অনেকটা স্বস্তিতে। তবে ঘূর্ণিঝড়টি রোবববার সকাল ৯টার পরে পায়রা সমুদ্র বন্দরের দক্ষিণ দিয়ে টেকনাফ সেন্টমার্টিন-মায়ানমার উপকুলে অগ্রসর হলেও দিনভরই দক্ষিণ উপক’লভাগ যুড়ে হালকা মেঘলা আকাশের সাথে মৃদু বাতাস বইছিল। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিন উপক’লের কোথাও তেমন কোন মাঝারী থেকে ভারি বৃষ্টিপাত হয়নি। ফলে দক্ষিণাঞ্চলের ৬ জেলার জানমালের সাথে...