‘মোখা’র আতংকে একটি নির্ঘূম রাত অতিবাহিত করে স্বস্তিতে দক্ষিণ উপক’লবাসী
১৪ মে ২০২৩, ০৪:৫৫ পিএম | আপডেট: ১৪ মে ২০২৩, ০৪:৫৫ পিএম
ঘূর্ণিঝড় ‘মোখা’র আতংকে দক্ষিণ উপক’লবাসী একটি নির্ঘূম রাত কাটিয়ে অনেকটা স্বস্তিতে। তবে ঘূর্ণিঝড়টি রোবববার সকাল ৯টার পরে পায়রা সমুদ্র বন্দরের দক্ষিণ দিয়ে টেকনাফ সেন্টমার্টিন-মায়ানমার উপকুলে অগ্রসর হলেও দিনভরই দক্ষিণ উপক’লভাগ যুড়ে হালকা মেঘলা আকাশের সাথে মৃদু বাতাস বইছিল। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিন উপক’লের কোথাও তেমন কোন মাঝারী থেকে ভারি বৃষ্টিপাত হয়নি। ফলে দক্ষিণাঞ্চলের ৬ জেলার জানমালের সাথে মাঠ থাকা আড়াই লক্ষাধিক হেক্টর জমির উঠতি বোরো ধান ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেল বলে আশা করছেন কৃষিবীদগন। এতেকরে দক্ষিণাঞ্চলের কৃষিÑঅর্থনীতিও অনেকটা সুসংহত থাকার কথা জানিয়েছেন কৃষিবীদগন। এমনকি সকাল ৯টা থেকে দুপর ৩টা পর্যন্ত ভরা জোয়ারেও দক্ষিণাঞ্চলের কোথাও তেমন জলোস্ফিতি লক্ষ্য করা যায়নি। সকাল ৯টার দিকে জোয়ার শুরু হলেও দুপুর ৩টা পর্যন্ত পানির প্রবাহ ও স্ফিতি বিপদ সীমার নিচেই ছিল বলে পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান উপ-বিভাগ সূত্রে জানা গেছে। গত দুদিনের মত রোবাবার বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমগ্র দক্ষিণাঞ্চলের নৌযোগাযোগ বন্ধ ছিল।
তেমন কোন দূর্যোগ না থাকলেও শণিবার সন্ধ্যা থেকে রোববার রাতভরই দক্ষিণ উপক’লবাসী যথেষ্ঠ সতর্ক ছিলেন। বরিশালের বিভাগীয় কমিশনার সরাসরি সবগুলো জেলা ও উপজেলা নিয়ন্ত্রন কক্ষের সাথে নিবিড় সংযোগ রক্ষা সহ প্রতিটি কর্মকান্ড পর্যবেক্ষনের পাশাপাশি দিক নির্দেশনাও প্রদান করছেন। দক্ষিণাঞ্চলের ৩ হাজার ১০১টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ছাড়াও ৩৫টি ‘মুজিব কেল্লা’ বা মাটির কেল্লাগুলো জেলাÑউপজেলা প্রশাসনের সরাসরি তত্বাবধানে প্রস্তুত রাখা হয়েছিল। এসব আশ্রয় কেন্দ্র এবং কেল্লায় প্রায় সাড়ে ১৬ লাখ নারী-পুরুষ ও শিশুর পাশাপাশি প্রায় সাড়ে ১২ লাখ গবাদিপশু নিরাপদ আশ্রয়ে রাখা সম্ভব বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। তবে শণিবার মধ্য রাতের পরে এসব আশ্রয় কেন্দ্রে প্রায় ২০ হাজার নারী-পুরুষ ও শিশু আশ্রয় নিলেও দুপুর ১২টা নাগাদ সংখ্যাটা প্রায় ৩০ হাজারে পৌছে। এবার প্রায় ৭ হাজার গবদিপশুও নিরাপদ আশ্রায়ে নিয়ে আসা সম্ভব হয়েছিল বলে বিভাগীয় প্রশাসন জানিয়েছে।
সাগর উপক’লের জেলে পল্লীগুলোও নিরাপদ রয়েছে। প্রায় সব জেলেই ইতোপূর্বে সাগর উপক’ল থেকে নিরাপদে ফিরেছে। উপক’লের আলীপুরÑমহীপুর, চরমোন্তাজ, হরিনঘাটা, পাথারঘাটা, ঢালচর, চরকুকরী-মুকরী, রাঙ্গাবালী, খেপুপাড়া ও পাড়ের হাট সহ উপক’লের বিভিন্ন পোতাশ্রয়ে বিপুল সংখ্যক জেলে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
ঘূর্ণিঝড় মোখা’র ক্ষতি পারবর্তি পূণর্বাশণে ইতোমধ্যে বরিশাল বিভাগের ৬ জেলার জন্য ২ হাজার ৭শ টন চাল, প্রায় ৬০ লাখ নগদ অর্থ, ২১ হাজার কম্বল এবং সাড়ে ৫শ বান্ডিল ঢেউটিন বরাদ্ব রাখা হয়েছে বলে বিভাগীয় প্রশাসন জানিয়েছে।
ঘূর্ণিঝড়টির সতর্কতা সহ উদ্ধার তৎপড়তায় রেড ক্রিসেন্ট-এর ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি’র প্রায় ৭৫ হাজার সেচ্ছাসেবক উপক’লের ১৩টি জেলার ৪১টি উপজেলায় শণিবারও নির্ঘূম রাত কাটিয়েছেন। গত ৩ দিন ধরেই উপক’লবাসীকে সতর্ক করা সহ সম্ভব স্বল্পতম সময়ে ঝুকিপূর্ণ এলাকার মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে সেচ্ছাসেবকগন তৎপড় ছিলেন। এছাড়া আবহাওয়া বিভাগের পর্যবেক্ষন অনুযায়ী সরকারী নির্দেশনার আলোকে দূর্যোগ পরবর্তি সময়েও দ্রুততম সময়ে উপক’ল যুড়ে উদ্ধার তৎপড়তার লক্ষ্যেও প্রস্তত ছিল বিশাল সেচ্ছাসেবক বাহিনী।
ঘূর্ণিঝড় ‘মোখা’র হাত থেকে উপক’লের জানমাল রক্ষায় সতর্কবার্তা প্রচার সহ দুর্যোগে ক্ষয়-ক্ষতি হ্রাসে উপকূলীয় ৮টি কমিউনিটি রেডিও এবং দু’টি অনলাইন ভিজ্যুয়াল রেডিও নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করেছে বলে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’র প্রধান নির্বাহী এইইচএম বজলুর রহমান জানিয়েছেন।
এদিকে বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় মোখা সন্ধ্যা নাগাদ টেকনাফ-সেন্টমার্টিন উপক’ল অতিক্রম করায় রাত বাড়ার আগেই দক্ষিণ উপক’লের আশ্রয় কেন্দ্রগুলো থেকে বেশীরভাগ মানুষ নিরাপদে ঘরে ফিরতে শুরু করেছে। তবে পটুয়াখালীর রাঙগাবালী ও গলাচিপার কয়েকটি বিচ্ছিন্ন চর থেকে যে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছিল তারা সোমবার সকালের আগে ঘরে ফিরতে পারবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রশাসন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার
পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘষে যুবক নিহত
ছাত্রদের মনে রাখতে হবে শুধু স্লোগান দিয়ে দেশ শাসন করা যায় না- ডঃ আব্দুল মঈন খান
শেরপুরে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার-২
ইসরায়েলি বাহিনী গাজার দুটি হাসপাতাল খালি করার নির্দেশ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
নোয়াখালীতে মাটির ট্রাক চাপায় প্রাণ গেল কিশোর চালকের
আমরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা.শফিকুর রহমান
কলাপাড়ায় মাছ বোঝাই পিকআপের চাঁপায় শ্রমিকের মৃত্যু, চালক আটক
উত্তরখানে পুলিশ ছাত্র-জনতা ও নাগরিক সমাজের সমন্বয় সভা
তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল
ছাগলনাইয়া স্পোর্টস এরিনার যাত্রা শুরু
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ
ফরিদপুরে সাংবাদিকের 'বাবা-মা' সহ তিনজনকে কুঁপিয়ে জখম
সেনা নয়, পিটিআই শুধুমাত্র সরকারের সাথে কথা বলছে: ব্যারিস্টার গহর
প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে মাঠে আমন কাটার ধুম চলছে
ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ
মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল
সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা