সবচেয়ে বেশি পরিমান কয়লা নিয়ে ইনার আনকোরেজে ভিড়লো ১০.২০ মিটার গভীরতার জাহাজ, পায়রা বন্দরে রেকর্ড
বাংলাদেশে ইতিহাস গড়েছে পায়রা বন্দর। সবচেয়ে বেশি পরিমান কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার আনকোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ। সোমবার শেষ বিকালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪০ হাজার ৯শ‘ ৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাহামস এর পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ইনার আনকোরেজ এসে পৌছায়।মঙ্গলবার থেকে এসব কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে। ১০.২০ মিটার গভীরতার এ জাহাজটির দৈর্ঘ্য ১৯০...