অবশেষে বরিশাল সেক্টরে বিমান-এর ভাড়া কিছুটা যুক্তিযুক্ত হলেও বেসরকারীর এয়ারলাইন্স-এর চেয়ে ২শ টাকা বেশী
অবশেষে দেশের স্বল্প দুরত্বের বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমান যাত্রীভাড়া কিছুটা যুক্তিযুক্ত করলেও তা এখনো বেসরকারী নভো এয়ারের চেয়ে ২শ টাকা বেশী। তবে ২৩ মার্চ থেকে গ্রীষ্মকালীন সময়সূচীতে শণিবারের বাড়তি ফ্লাইট তফসিল ঘোষনা করে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আর কোন ফয়সালা হয়নি। এমনকি এখনো বরিশাল সেক্টরে বিমান-এর ভাড়া অভ্যন্তরীণ যেকোন সেক্টরের তুলনায় দুরত্ব ভেদে অনেক বেশী। এরপরেও গত ১ মার্চ থেকে...