কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে
ঘুম চোখে গাড়ি চালাতে যেয়ে কেশবপুরে দূর্ঘটনা কবল এলাকা হিসেবে পরিচিত বুজতলা নামক স্থানে আবারো একটি পিয়াজ বোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে পড়েছে।এঘটনায় কোন হতাহত না হলেও সমুদয় পিয়াজ পানিতে ডুবে নষ্ট হয়েছে।চুকনগর হাইওয়ে পুলিশ জানান,পিয়াজ বোঝাই ট্রাক টি ভোমরা বন্দর থেকে ঢাকায় যাচ্ছিলো। প্রতিমধ্যে দূর্ঘটনা প্রবন এলকায় পৌছালে ট্রাক টি রাস্তা থেকে পাশের খালে উল্টে পড়ে। জানা গেছে ট্রাক...