পলাশীর যুদ্ধে হিন্দু সমাজপতিরা ইংরেজদের কাঁধে সওয়ার হন
পলাশী দিবসের আলোচনা সভায় মুসলিম লীগ নেতৃবৃন্দ বলেন, মুসলিম সামরিক শক্তির কাছে পর পর ৮টি ক্রসেড যুদ্ধে পরাজিত হবার পর খৃষ্টান বিশ্ব মুসলিম ভারত দখল করার পরিকল্পনা গ্রহন করে। লক্ষ্য পূরন করতে ইউরোপের বিভিন্ন দেশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী নামে বাণিজ্য প্রতিষ্ঠান গঠন করে বণিকরূপে ভারতে বাণিজ্য শুরু করে। মুসলিম শাসন বিরোধী বর্ণবাদী হিন্দুরা বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ইংরেজ বণিকদের সঙ্গে...