সীতাকুণ্ডে পুলিশকে দেখে বিদেশী মদ ফেলে পালাল পাচারকারী চক্র
সীতাকুণ্ডে রাত্রিকালীন সময়েবারআউলিয়া হাইওয়ে থানার একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটি করছিলো। (৩০ মার্চ) বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো গ ১১-৩৭৫৫) দেখে তাদের সন্দেহজনক হলে থামানোর জন্য গাড়িটিকে সংকেত দেয়। কিন্তু কার চালক গাড়িটি না থামিয়ে আরো দ্রুত পালিয়ে যেতে থাকে । এসময় পুলিশও ধাওয়া করলে এক পযায়ে কুমিরার সুলতানা মন্দির সংলগ্ন মহাসড়কে কার থামিয়ে চালক...