জকিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধীসহ আরেক নারীর মৃত্যু
জকিগঞ্জে পৃথক দুর্ঘটনায় প্রতিবন্ধী এক কিশোরী ও এক নারীর মৃত্যু ঘটেছে। জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকেজকিগঞ্জ-সিলেট সড়কের কালিগঞ্জ এলাকার চালিয়াকাপন বটতলায় সড়কের ওপর বন্ধ রাখা সিলেট ড-১১-১৪৩০ নাম্বারের ট্রাক গাড়িরপেছনে একটি মোটরসাইকেল ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী মা ছেলে গুরুতর আহত হন।
আহতরা হলেন, কসকনকপুর ইউপির সাজাপুর গ্রামের মাসুম আহমদ (২০) ও তার মা রেনু বেগম...