কটিয়াদী দোকানে চুরির মালামাল ডায়াগনস্টিক সেন্টার থেকে উদ্ধার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও বাজারের আমির আলীর দোকান থেকে পুলিশ প্রায় ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার শাড়ী, লুঙ্গী, লেডিস ব্যাগ ও বিভিন্ন ধরনের কসমেটিকস্, বাচ্চাদের খেলনা, থান কাপড়সহ গত শনিবার উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ। আমির আলী বাদী হয়ে কটিয়াদী থানায় সন্দেহমূলকভাবে সুমন মিয়া, শ্রমিক মোল্লাসহ ৪/৫ জনের নামে কটিয়াদী থানায় সোমবার মামলা দায়ের করে। থানা ও...