কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় যৌথ অভিযান পরিচালনাকালে বাঁধার মুখে প্রশাসনের কর্মকর্তারা
তিন ম্যাজিস্ট্রেট,পুলিশ,র্যাব,আনছার,ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৬০ জনের একটি সজ্জিত দল যাচ্ছিলেন অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে। তবে তাঁরা একটি ইটভাটায়ও পৌছাতে পারেননি। তাঁদেরকে পথেই আটকে দিয়েছেন অবৈধ ইটভাটা মালিক ও শ্রমিকরা। পথে প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সাদা কাগজে শুধু ভাটা মালিকদের মুচলেকা নিয়ে কোনমতে প্রাণ নিয়ে ফিরে এসেছে প্রশাসনের এই সজ্জিত দলটি।
কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নের ভোমররার মোড়ে গতকাল...