গফরগাঁওয়ে ট্রেন বিকল শত শত যাত্রীদের দুর্ভোগ
ময়মনসিংহ-ঢাকা-গফরগাঁও রেল পথের গফরগাঁও উপজেলার পার্শ্ববর্তী আউলিয়া নগর (বালিপাড়া) রেল ষ্টেশনে আজ বৃহস্পতিবার (৮জুন) ঢাকা অভিমুখী বেসরকারি চলাচল কারী জামালপুর কমিউটার ট্রেন সকাল ৮টার দিকে ইনজিন বিকল হয়ে যায় । এতে করে গফরগাঁও ,মশাখালী , কাওরাইদসহ বিভিন্ন ষ্টেশনে শত শত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে । পরে ময়মনসিংহ রেল ষ্টেশন থেকে রিলিফ ইনজিন এসে দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়...