এক দশকের উন্নয়ন বাংলাদেশের জাতীয় বিজ্ঞাপনের বড় অস্ত্র; কিন্তু চ্যালেঞ্জ আছে
১০ মে ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১০ মে ২০২৪, ১২:১৫ এএম
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ২০২৩ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাৎসরিক বাণিজ্য প্রায় এক হাজার কোটি ডলারের। বাংলাদেশে বর্তমানে প্রায় চার বিলিয়ন বা ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ১৯ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের। তাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, পণ্য ও সেবা রফতানির একক বৃহত্তম গন্তব্য। বাংলাদেশে যত বিদ্যুৎ উৎপাদিত হয়, তার অর্ধেক উৎপাদনের পেছনে মার্কিন বিনিয়োগ আছে। বিদ্যুতের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে নির্মিত টারবাইন দিয়ে উৎপাদিত হয়। পিটার হাস বলেন, গত এক দশকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেটাই দেশটির জাতীয় বিজ্ঞাপনের সবচেয়ে বড় অস্ত্র; কিন্তু চ্যালেঞ্জ আছে।
বৃহষ্পতিবার (৯ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ২৯তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকায় যুক্তরাষ্ট্রের দুতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ইন বাংলাদেশ (অ্যামচেম) যৌথভাবে এই আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যামচেমেরÑ প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ। ২৯তম বারের মতো শুরু হচ্ছে এই প্রর্দশনী। আগামী ১১ মে শনিবার এই প্রর্দশনী শেষ হবে। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। উপস্থিত ছিলেন আমেরিকান কোম্পানি ওরাকল বাংলাদেশের সিইও রুবাবা দৌলা, মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, অ্যামচেমের নির্বাহী পরিচালক মো. শাহাদাত হোসেন প্রমুখ।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ১৯৯২ সালে শুরু হওয়ার পর গত দুই দশক ধরে এই ট্রেড শো বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্যের সবচেয়ে বড় শো। এখানে নিয়মিত যুক্তরাষ্ট্রের সেরা পণ্যগুলো প্রদর্শনী হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে এই ট্রেড শো খুব গুরুত্বপূর্ণ।
মার্কিন বিনিয়োগকারীরা সকালে ঘুম থেকে উঠে ঠিক করেন না যে তারা বাংলাদেশ বিনিয়োগ করবেন। বরং তারা ভাবেন, কোথায় সবচেয়ে কম ঝুঁকিতে ব্যবসা করে বেশি মুনাফা পাওয়া যাবে। তারা সব সময় অনেক বিষয় খতিয়ে দেখেন, কোথায় ব্যবসা করা যায়। ফলে অন্য অনেক দেশের সঙ্গে বাংলাদেশ এখানে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। সেই প্রতিযোগিতায় ভালো করতে হলে এখন বাংলাদেশের উচিত তাদের বিনিয়োগকে নিশ্চিত করা।
জমজমাট ‘ট্রেড শো’ প্রাঙ্গন
প্রথম দিনের শুরুতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ট্রেড শো’ প্রাঙ্গন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। দুপুরের পর থেকে চলচ্চিত্র শিল্পীদের আনাগোনায় আরও জমজমাট হয়ে উঠে আয়োজনটি।
আমেরিকান কালার কসমেটিকস হারল্যানে ২৫ শতাংশ ছাড়
এবারে ইউ এস ট্রেড শো’তে অংশগ্রহণ করেছে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি’র বিশ্বখ্যাত কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান। মেলায় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হারল্যানের বিভিন্ন প্রিমিয়াম কালার কসমেটিকস পণ্য আগ্রহ ভরে দেখছেন দর্শকরা। এদিকে, ক্রেতাদের কথা মাথায় রেখে সব পণ্যেই ২৫ শতাংশ মূল্যছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি।
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। হারল্যানের সিইও এমদাদুল হক সরকার বলেন, নকল ও চোরাকারবারির মাধ্যমে আসা বেআইনি পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান।
শিল্পীদের পদচারণা
প্রথম দিনের শুরুতে দর্শনার্থীদের ভীড় থাকলেও দুপুর থেকে চলচ্চিত্র শিল্পীদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে আয়োজনটি। বেলা আড়াইটার দিকে ইউএস ট্রেড শোতে আসেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। এ সময় প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা তাকে দেখতে ভিড় করেন। এরপর বিদ্যা সিনহা মিম, মেহজাবিনসহ একে একে আসেন আরও কিছু চলচ্চিত্র শিল্পী।
এদিকে ট্রেড শোতে স্টল দেওয়া মেটলাইফের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট শাহিনূর ইসলাম বলেন, আমরা মূলত স্বাস্থ্য বীমা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এই আয়োজনে এসেছি। আমাদের দেশে অসংখ্য মানুষের মধ্যেই বীমা নিয়ে একটা ভুল ধারণা আছে। আমি সেগুলো মানুষের সঙ্গে কথা বলে শুনছি এবং ভুল ধারণা নিরসনের চেষ্টা করছি।
আগত দর্শনার্থী প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় বেশ ভালো। শুরুতে উপস্থিতি কিছুটা কম হলেও বিকেল-সন্ধ্যায় আরও জমজমাট হয়ে উঠে এই ট্রেড শো।। একই সঙ্গে আগামী দু’দিন শুক্র ও শনিবার ছুটির দিন। এই দুই দিনে দর্শনার্থী বাড়বে বলে উল্লেখ করেন তিনি। ট্রেড শোতে মেটলাইফ ছাড়াও মাস্টারকার্ড, এক্সন মবিল, শেভরন করপোরেশন, ফোলিয়া ওয়াটারের মতো প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।
সূত্র মতে, তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশি-বিদেশি ৪৪টি প্রতিষ্ঠান ৭৭টি স্টলে ১০০টিরও বেশি আমেরিকান পণ্য প্রদর্শন করছে। উদ্বোধনী শুরুর আগে অনুষ্ঠিত হয়েছে ‘অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নারীর ক্ষমতায়ন’ নিয়ে একটি সেমিনার। এছাড়া ‘আমদানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রে রফতানির অনুমোদন’, ‘যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও শিক্ষার্থী ভিসা’, ‘বেসরকারি খাতে ইউএস এইডের উন্নয়ন কর্ম’ এবং ‘যুক্তরাষ্ট্রে ব্যবসা ও ব্যবসায়ী ভিসা’ নিয়ে আরো চারটি সেমিনার হবে ট্রেড শো চলাকালে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন সিলেট
চাকরির বাজারে টিকে থাকতে পড়াশোনার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি : খুবি উপাচার্য
‘আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে’ : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বিজিবি মোতায়েন
পঞ্চগড়ে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড
ম্যাককোয়ারি ডিকশনারি ২০২৪ সালের শব্দ হিসেবে বেছে নিল ‘এনশিটিফিকেশন’
জিম্বাবুয়েকে অল্পতেই গুটিয়ে দিল পাকিস্তান
ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, সে টাকা এখন গুজব ছড়াতে ব্যবহার করছে: নাহিদ
চট্টগ্রামকে হারিয়ে তিনে খুলনা
সংযুক্ত আরব আমিরাতে ফিলিপাইনের প্রেসিডেন্টের ঐতিহাসিক সফর
শাহজাদপুরে ভুয়া এনজিও'র খপ্পরে শতাধিক মানুষ সর্বশান্ত : চরম ক্ষোভ!
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচন; সভাপতি-সম্পাদকসহ বিএনপি সমর্থিত ১৫ প্রার্থীকে বিজয়ী ঘোষণা
চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে ফরহাদ মজহারের স্ট্যাটাস, নেটদুনিয়ায় আলোড়ন
ফরিদগঞ্জে সংবাদকর্মীর মেয়েকে অপহরণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, মারাত্মক আহত
সিলেটে চলছে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি' প্রশিক্ষণ কর্মশালা : ভার্চুয়ালী বক্তব্য রাখবেন তারেক রহমান
রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ
শিবিরকে নিয়ে জাবিতে লিয়াজোঁ কমিটি : ছাত্রদলের বর্জন
আদানির শ্রীলঙ্কা বন্দর প্রকল্পে ঘুষের অভিযোগে মার্কিন সংস্থার নজরদারি
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌসুলির রোহিঙ্গা শিবির পরিদর্শন
সিলেট সীমান্তে ৪৮ বিজিবি'র অভিযানে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক